সংশোধিত UAPA আইন: দাউদ, হাফিজ, লকভি, মাসুদ আজহারদের'ইন্ডিভিজুয়াল টেররিস্ট'হিসেবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া আইনে ইন্ডিভিজুয়াল টেররিস্ট বা স্বকীয় 'জঙ্গি'-দের প্রথম তালিকা প্রকাশিত হল। মাসখানেক আগে সংশোধিত ইউএপিএ আইন দাউদ ইব্রাহিম, হাফিজ সঈদ, জাকিউর রহমান লকভি ও মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী জঙ্গি হিসেবে ঘোষণা করল কেন্দ্র।
নয়া দিল্লি, ৪ সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া আইনে ইন্ডিভিজুয়াল টেররিস্ট বা স্বকীয় 'জঙ্গি'-দের প্রথম তালিকা প্রকাশিত হল। সংগঠনের বাইরে বেরিয়েও ব্যক্তিগতভাবে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হল দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার সহ চার জঙ্গি। মাসখানেক আগে সংশোধিত ইউএপিএ (UAPA) আইন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim), হাফিজ সঈদ (Hafiz Saeed), জাকিউর রহমান লকভি (Zakir-ur-Rahman Lakhvi) ও মাসুদ আজহার (Masood Azhar) কে সন্ত্রাসবাদী জঙ্গি হিসেবে ঘোষণা করল কেন্দ্র। সংসদে প্রায় একমাস আগে ইউএপিএ সংশোধনী বিল পাশ হয়। নতুন আইনে ৪ জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানায়- যেহেতু জঙ্গি কার্যকলাপের সঙ্গে এরা যুক্ত, তাই শুধু তাদের সংগঠন নয়, ব্যক্তিগত ভাবেও তারা 'জঙ্গি'। আগে কোনও সংস্থা বা দলকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা যেত। আর শুরুতেই নতুন আইনে ৪ জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে চার জনের বিরুদ্ধেই কী ধরনের অভিযোগ রয়েছে, কোন কোন নাশকতা বা জঙ্গি কার্যকলাপে যুক্ত তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। আরও পড়ুন-পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১০ জনের মৃত্যু
এই চার কুখ্যাত জঙ্গিদের মধ্যে আবার কেউ কেউ রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত জঙ্গি তালিকাতেও রয়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বা তাকে মদত দেওয়া, প্রচার কাজের সঙ্গে যুক্ত থাকলে কোনও ব্যক্তিকে 'সন্ত্রাসবাদী' বলে চিহ্নিত করা হবে।
এক নজরে চার জঙ্গির বড় অপরাধ-
দাউদ ইব্রাহিম- মুম্বই সিরিয়াল ব্লাস্টের মাস্টার মাইন্ড, ডি কোম্পানির প্রধান, নানা সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত
মাসুদ আজহার- জইশ-ই-মহম্মদের নেতা। কান্দাহারে বিমান ছিনতাই করে ভারতীয় বিমানের যাত্রীদের জীবনের বিনিময়ে মাসুদ আজহারকে কাশ্মীরের জেল থেকে বের করে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত। সেই মাসুদ ২০০১ সালে সংসদ হামলার মাস্টারমাইন্ড
জাকিউর রহমান লকভি (লস্কর-ই-তৈবার চিফ অপারেশনাল কম্যান্ডার): লালকেল্লায় হামলা, ২৬/১১ মুম্বই হামলা, উধমপুরে বিএসএফ-এর কনভয়ে হামলা-সহ একাধিক জঙ্গি হানার মাস্টারমাইন্ড
হাফিজ সঈদ- মুম্বইয়ে ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)