Bomb Blast In Sasaram: ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সাসারাম, জখম একাধিক
বোমা বিস্ফোরণের ফলে ফের উত্তেজনা ছড়াল বিহারের সাসারামে। বিস্ফোরণের ফলে জখমদের বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
সাসারাম: বোমা বিস্ফোরণের (bomb blast) ফলে ফের উত্তেজনা ছড়াল বিহারের (Bihar) সাসারামে (Sasaram)। বিস্ফোরণের ফলে জখমদের বিএইচইউ হাসপাতালে (BHU hospital) ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এপ্রসঙ্গে সাসারামের জেলাশাসক ধর্মেন্দ্র কুমার বলেন, সাসারামে বোমা বিস্ফোরণ হয়েছে। জখমদের বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখছি (investigating) আমরা। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল হয়েছেলি বিহারের সাসারামে। অনেক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রচুর গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মীও। ইতিমধ্যে এই ঘটনায় প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি ফ্ল্যাগ মার্চও করছে তারা। ইতিমধ্যে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আরও পড়ুন: Muslims On Same Sex Marriages: সমকামী বিবাহের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জমিয়তে উলামায়ে হিন্দ-এর