Mann Ki Baat Today:'মন কি বাত' নিয়ে আবার ফিরে আসছেন নরেন্দ্র মোদী, সম্প্রচারিত হবে আজ সকাল ১১ টায়
আজ রবিবার সকাল ১১ টায় 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে সরাসরি সম্প্রচারিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অল ইন্ডিয়া রেডিও , ডিডি ন্যাশনাল, ডিডি নিউজ ও ডিডি ভারতী থেকে এটি সরাসরি সম্প্রচারিত হবে।
নয়া দিল্লি, ২৫ আগস্ট: Mann Ki Baat today at morning 11: আজ রবিবার সকাল ১১ টায় 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠান নিয়ে সরাসরি সম্প্রচারিত হচ্ছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। অল ইন্ডিয়া রেডিও (AIR), ডিডি ন্যাশনাল (DD National), ডিডি নিউজ (DD News) ও ডিডি ভারতী (DD Bharati) থেকে এটি সরাসরি সম্প্রচারিত হবে। মে মাসে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পর এটি তাঁর তৃতীয় 'মন কি বাত' অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজনৈতিক বিদেশযাত্রায় রয়েছেন। ফ্রান্স, আরব ও বাহরেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ২৬ আগস্ট তিনি দেশে ফিরছেন।
'মন কি বাত' অনুষ্ঠানের প্রথম এপিসোডে তিনি ২০১৯ -এর লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় ভোট পেয়ে জেতার বিষয়ে কথা বলেছিলেন। এছাড়াও জরুরি অবস্থা ও জলসঙ্কটের বিষয় তুলে ধরেছিলেন। তিনি দেশবাসীকে জানান প্রত্যেকমাসের শেষ রবিবার জনগণের সঙ্গে বার্তালাপ না করলে নিজেকে খালি খালি মনে হয়। মনে হয় যেন তিনি কিছু একটা করেননি। আরও পড়ুন, বাহারিনে প্রধানমন্ত্রী: অরুণ জেটলি-র মৃত্যুর শোকে আবেগে ভেসে নরেন্দ্র মোদি বললেন, 'বন্ধুর মৃত্যুতে গভীর ব্যথা পেয়েছি'
মোদী তাঁর দ্বিতীয় অনুষ্ঠানটি করেন ৩৭০ ধারা রদ হওয়ার পর। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে তিনি সেই দিন বক্তব্য রেখেছিলেন। সেদিন তিনি বলেছিলেন , 'যারা ৩৭০ ধারা রদ করা নিয়ে চারিদিকে ঘৃণার পরিবেশ ছড়িয়ে দিচ্ছে তারা কোনোদিনই কোনো পৈশাচিক কাজ করতে সফল হবেন না।'
নরেন্দ্র মোদী দুটি এপিসোডে বিজেপির কঠোর পরিশ্রমে একটি ব্যাপক হারে জয় ও ৩৭০ ধারা মতো কঠিন সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেন। আজকের বিষয় প্রসঙ্গ কি হবে তা জানতে জনতা কান পেতে থাকবেন রেডিওর খবরে ও চোখ রাখবেন টেলিভিশনের পর্দায়।