Manipur Viral Video: মণিপুরে মহিলার নগ্ন ভিডিয়ো ছড়ানো যাবে না, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়াকে নির্দেশ কেন্দ্রের
৪ মে-র ভিডিয়ো ছড়াতেই কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ফোন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে। ওই ঘটনার বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী।
দিল্লি, ২০ জুলাই: মণিপুরে মহিলার নগ্ন পুরোন ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে। উত্তপ্ত মণিপুরে ফের নতুন করে ছড়াতে শুরু করেছে উত্তেজনা। মণিপুরে মহিলার নগ্ন ভিডিয়ো ছড়ানোর পরও কেন প্রধানমন্ত্রী নীরব এবং স্বরাষ্ট্র মন্ত্রক কোনও পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। মণিপুরের ওই ভিডিয়ো যাতে ট্যুইটার বা অন্য কোনও সামাজিক মাধ্য়মে শেয়ার না হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে।
পাশপাশি ৪ মে-র ভিডিয়ো ছড়াতেই কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ফোন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে। ওই ঘটনার বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও স্মৃতি ইরানিকে আশ্বস্ত করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। যা ট্যুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী।