Manipur Violence: ক্রমশ স্বাভাবিক হচ্ছে মণিপুর, মোতায়েন ৩৫ হাজার নিরাপত্তারক্ষী, বলছে সূত্র

ণিপুরে এখনও পর্যন্ত ৩৫ হাজার নিরা পত্তা রক্ষী মোতায়েন রয়েছে। সেই সঙ্গে মণিপুরের বিভিন্ন কর্মীরা অফিসে হাজির হচ্ছেন। খাবার-সহ ওষুধপত্রের যোগানও স্বাভাবিক হচ্ছে।

Manipur Violence (Photo Credits: Twitter)

দিল্লি, ২৭ জুলাই: মণিপুরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। আস্ত আস্তে স্বাভাবিক হচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যের অবস্থা। তাও মণিপুরে এখনও পর্যন্ত ৩৫ হাজার নিরা পত্তা রক্ষী মোতায়েন রয়েছে। সেই সঙ্গে মণিপুরের বিভিন্ন কর্মীরা অফিসে হাজির হচ্ছেন। খাবার-সহ ওষুধপত্রের যোগানও স্বাভাবিক হচ্ছে। এমনই জানা যাচ্ছে সরকারি সূত্রে। স্কুলগুলিও খুলতে শুরু করেছে ক্রমশ।

আরও পড়ুন: Manipur Viral Video: মণিপুরে ২ মহিলার নগ্ন ভিডিয়ো রেকর্ড করা ফোন বাজেয়াপ্ত, তদন্তভার সিবিআইয়ের হাতে

এদিকে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। যুযুধান দুই সম্প্রদায়ের মধ্যে এখনও পর্যন্ত ৬ দফা আলোচনা হয়েছে বলে খবর। ফলে খুব শিগগিরই দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে বলে আশাবাদী সরকার।

 https://bangla.latestly.com/india/manipur-viral-video-phone-used-to-record-video-seized-cbi-to-probe-case-230114.html



@endif