Manipur: মণিপুরে অসম রাইফেলসের সেনা অফিসারের গাড়িতে জঙ্গি হামলা, মৃত্যু ৬ জনের
ঘটনার পরপরই গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত অসম রাইফেলসের ওই গাড়িতে সেনা আধিকারিকের সঙ্গে তাঁর পরিবারও ছিল বলে খবর।
গুয়াহাটি, ১৩ নভেম্বর: অসম রাইফেলসের (Assam Rifles) একটি গাড়ির উপর হামলা চালাল জঙ্গিরা। মণিপুরের (Manipur) চুড়াচন্দপুর জেলার সিংঘাতের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। অসম রাইফেলসের ওই গাড়়িতে এক সেনা আধিকারিকের সঙ্গে আর বেশ কয়েকজন ছিলেন। অসম রাইফেলসের সেনা আধিকারিকের গাড়ির উপর জঙ্গিদের অতর্কিত হানার জেরে ৬ জনের মৃত্যুর খবর মিলছে।
ঘটনার পরপরই গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত অসম রাইফেলসের ওই গাড়িতে সেনা আধিকারিকের সঙ্গে তাঁর পরিবারও ছিল বলে খবর। ঘটনার জেরে অসম রাইফেলসের ওই আধিকারিক, তাঁর স্ত্রী, ছেলে এবং চালকের মৃত্যু হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Narendra Modi: মোদীর সফরের আগেই হাবিবগঞ্জ স্টেশনের নাম পালটাতে চায় মধ্যপ্রদেশ সরকার
মণিপুরের পিপলস লিবারেশন আর্মি-ই অসম রাইফেলসের সেনা আধিকারিকের গাড়ির উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করা হয়নি।