Mandeep Punia Gets Bail: ফ্রিল্যান্স সাংবাদিক মন্দীপ পুনিয়াকে জামিন দিল দিল্লি পুলিশ

দিল্লিতে সিংঘু সীমান্তে কৃষক আন্দোলনের খবর সংগ্রহ করার সময় আটক হন সাংবাদিক মন্দীপ পুনিয়া। তাঁর আইনজীবী জানিয়েছেন, গত রবিবার তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখা হয়। আজ তাঁকে জামিনে মুক্ত করিয়ে আনা হয়। সিংঘু সীমান্তে তিনটি কৃষি আইন প্রত্যাহারের বিক্ষোভ নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে একজন কর্তব্যরত পুলিশকে অবমাননা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মন্দীপ পুনিয়া (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি: দিল্লিতে সিংঘু সীমান্তে (Singhu Border) কৃষক আন্দোলনের (Farmers Protest) খবর সংগ্রহ করার সময় আটক হন সাংবাদিক মন্দীপ পুনিয়া (Mandeep Punia)। তাঁর আইনজীবী জানিয়েছেন, গত রবিবার তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখা হয়। আজ তাঁকে জামিনে মুক্ত করিয়ে আনা হয়। সিংঘু সীমান্তে তিনটি কৃষি আইন প্রত্যাহারের বিক্ষোভ নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে একজন কর্তব্যরত পুলিশকে অবমাননা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

রবিবার তাঁর মঞ্জুর হয়নি, উপরন্তু ১৪ দিন পুলিশ হেফাজতে থাকার নির্দেশ আসে। মন্দীপ ছাড়াও ঐদিন ধর্মেন্দ্র সিং নাম আরও এক সাংবাদিককে আটক করে পুলিশ। কিন্তু রবিবার তাঁকে জামিনে মুক্ত করা হয়। পুনিয়ার গ্রেফতার নিয়ে গর্জে ওঠেন সাংবাদিকেরা। দিল্লির প্যাটেল চকে দিল্লি পুলিশ হেড কোয়াটারের সামনে সাংবাদিকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ সাংবাদিকেরা পুনিয়ার শীঘ্র জামিনের দাবি করতে থাকেন। আরও পড়ুন, ব্রিটেনে দেড় হাজার স্বেচ্ছাসেবককে দেওয়া হল কোভিশিল্ডের ভুল ডোজ, মুখে কুলুপ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার

সোমবার এডিটর গিল্ডের তরফেও পুনিয়ার জামিনের আর্জি জানানো হয়। উদ্বিগ্ন এডিটরস গিল্ড পুনিয়ার পাশে দাঁড়ায়। তাঁরা জানান, ঐদিন মন্দীপকে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে আটক করা হয়। তাঁকে সেইসমস্ত সাংবাদিকদের মধ্যে একজন বলে চিহ্নিত করা হয়, যাঁরা ভুল খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। তবে এই দাবির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এডিটর গিল্ড।