Delhi: অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা অজ্ঞাতপরিচয় ব্যক্তির, মানসিকভাবে অসুস্থ বলে মনে করছে পুলিশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (National Security Advisor Ajit Doval) বাড়িতে প্রবেশ করার চেষ্টা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। দিল্লি পুলিশ (Delhi Police) তাঁকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তাঁর মস্তিষ্কে একটি চিপ বসানো হয়েছে এবং তাঁকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশের সূত্র জানিয়েছে, "ওই ব্যক্তির বাড়ি বেঙ্গালুরুতে। অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। তবে, তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
নতুন দিল্লি, ১৬ ফেব্রুয়ারি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (National Security Advisor Ajit Doval) বাড়িতে প্রবেশ করার চেষ্টা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। দিল্লি পুলিশ (Delhi Police) তাঁকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। একটি গাড়ি ভাড়া করে সেটি নিয়েই ডোভালের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তাঁর মস্তিষ্কে একটি চিপ বসানো হয়েছে এবং তাঁকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশের সূত্র জানিয়েছে, "ওই ব্যক্তির বাড়ি বেঙ্গালুরুতে। অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। তবে, তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
দিল্লি পুলিশ এই ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তি ঠিক কী কারণে জাতীয় নিরাপত্তা আধিকারিকের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাঁর সঙ্গে কারও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: Kumar Vishwas On Arvind Kejriwal: 'স্বাধীন দেশ খালিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হবেন বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল', বিস্ফোরক দাবি কুমার বিশ্বাসের
প্রাথমিক তদন্তে তদন্তকারীরা জানতে পেরেছেন, আটক হওয়ার ব্যক্তির দাবি মিথ্যা। এমআরআই স্ক্যান করে তাঁর শরীরে কোনও চিপ ধরা পড়েনি। তাঁকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হচ্ছে।