Bhopal: নো-পার্কিং জোনে রাখা বাইক থানায়, রাগে ট্র্যাফিক পুলিশকে ছুরিকাঘাত যুবকের

নো-পার্কিং জোনে রাখা বাইক আটক করে নিয়ে যাওয়ায় ট্র্যাফিক পুলিশকে (Traffic Police) ছুরিকাঘাত যুবকের। গতকাল ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal)। হর্ষ মীনা নামে ওই অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

(প্রতীকী ছবি: Pixabay)

ভোপাল, ৮ অগাস্ট: নো-পার্কিং জোনে রাখা বাইক আটক করে নিয়ে যাওয়ায় ট্র্যাফিক পুলিশকে (Traffic Police) ছুরিকাঘাত যুবকের। গতকাল ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal)। হর্ষ মীনা নামে ওই অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

অভিযুক্ত হর্ষ মীনা শনিবার জ্যোতি টকিজ-এ এসেছিলেন সিনেমা দেখতে। নো-পার্কিং জোনে বাইক তিনি পার্ক করেন। ওই এলাকায় কর্মরত ট্র্যাফিক আধিকারিক শ্রীরাম দুবে ক্রেন দিয়ে সেই বাইক তুলে ক্রাইম ব্রাঞ্চ থানায় নিয়ে আসেন।

এদিকে, সিনেমা দেখে বেরিয়ে হর্ষ তাঁর বাইকের খোঁজ পাচ্ছিলেন না। পরে জানতে পারেন ট্র্যাফিক পুলিশ তাঁর বাইক তুলে নিয়ে গিয়েছে। হর্ষ এর পর ক্রাইম ব্রাঞ্চ থানায় যান। পুলিশ জরিমানা দেওয়ার কথা জানালে তিনি বাড়ি থেকে জরিমানার অর্থ নিয়ে আসেন ও জরিমানা দিয়ে দেন। জরিমানা দিয়ে বেরিয়ে হর্ষ দেখতে পান এএসআই শ্রীরাম দুবে ক্রেনের কাছে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই সে সেখানে গিয়ে তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করেন। আরও পড়ুন: COVID-19 Cases India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৯,০৭০ জন, মৃত্যু ৪৯১ জনের

ছুরিকাঘাত করার পর হর্ষ পালানোর চেষ্টা করলেও তাঁকে অন্যরা ধরে ফেলে। এর পর তাঁকে গ্রেফতার করা হয়। জরিমানা জমা দেওয়ার পরও অভিযুক্ত কেন ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।



@endif