IPL Auction 2025 Live

Covid Patient's Body: যোগী রাজ্যে পিপিই কিট পরা ব্যক্তি কোভিডে মৃতদেহ ছুঁড়ছেন নদীতে, ভাইরাল ভিডিও

ক দিন আগেই উত্তরপ্রদেশ, বিহারের নদীতে ৭১টি মৃতদেহ উদ্ধার নিয়ে গোটা দেশে ঝড় বয়ে যায়। অভিযোগ উঠেছিল, কোভিড দেহ এভাবেই ছুঁড়ে ফেলা হচ্ছে মৃত্যুর সংখ্যা কম করে দেখানোর জন্য বা নেহাতই অবহেলা করে। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও বড় খবর হয়।

এভাবেই ছুঁড়ে ফেলা হয় দেহ। (Photo Credits: Twitter/Screengrab)

বলরামপুর (উত্তর প্রদেশ), ৩০ মে: ক দিন আগেই উত্তরপ্রদেশ, বিহারের নদীতে ৭১টি মৃতদেহ উদ্ধার নিয়ে গোটা দেশে ঝড় বয়ে যায়। অভিযোগ উঠেছিল, কোভিড দেহ এভাবেই ছুঁড়ে ফেলা হচ্ছে মৃত্যুর সংখ্যা কম করে দেখানোর জন্য বা নেহাতই অবহেলা করে। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও বড় খবর হয়। সেই রেশ মিটতে না মিটতেই উত্তরপ্রদেশের বলরামপুরের এক ভিডিও নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। আরও পড়ুন: মালাবদলের ঠিক আগে কনের মৃত্যু, পাশের ঘরে দেহ রেখে শ্যালিকাকে বিয়ে যুবকের

ভিডিওতে দেখা যাচ্ছে পিপিই কিট (PPE Kit) পরা এক ব্যক্তি নদীতে মৃতদেহ ছুঁড়ে ফেলছেন। পিপিই পরা ব্যক্তিকে উত্তরপ্রদেশের বলরামপুরের কাছে রাপ্তি নদীতে (Rapti River) মৃতদেহ ফেলতে সাহায্য করছেন একজন। তিনি সাধারণ পোশাকেই আছেন।

গত শুক্রবার ঘটে এমন ঘটনা। ভিডিওতে পরিষ্কার দেখা যায়, দুজনে মিলে মৃতদেহ ব্রিজের ওপর থেকে নদীতে ফেলছেন।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মৃত ব্যক্তি সিদ্ধার্থনগরের বাসিন্দা প্রেমনাথ (Premnath)। গত ২৫ মে করোনা পজেটিভ হয়ে বলরামপুরের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৮ মে করোনা পজেটিভ প্রেমনাথ এরপর নানা শারীরিক অসুস্থতার কারণে মারা যান। এরপর বলরামপুর হাসপাতাল কোভিড প্রোটোকল মেনেই প্রেমনাথের দেহ তাঁর আত্মীয়দের হাতে তুলে দেয়। কিন্তু শেষকৃত্য করার বদলে গাড়িতে করে নিয়ে গিয়ে মাঝপথে কোভিডে প্রয়াত প্রেমনাথের দেহ নদীতে ফেলে দেয় তাঁর আত্মীয়রা। ঘটনার তদন্ত চলছে, কেস দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিবি সিং।