Uttar Pradesh Minor Rape: ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ২৬ বছরের কারাদণ্ড ব্যক্তির

৩ বছরের এক শিশুকন্যাকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে ধরা পড়েছিল এক ব্যক্তি। তাকে দোষীসাব্যস্ত করে ২৬ বছরের স্বশ্রম কারাদণ্ডের সাজা দিল উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি আদালত।

প্রতীকী ছবি (Photo Credit: Twitter@ians_india)

কনৌজ: ৩ বছরের এক শিশুকন্যাকে (Minor girl) অপহরণের (Abduct) পর ধর্ষণ (Rape) করার অভিযোগে ধরা পড়েছিল এক ব্যক্তি। তাকে দোষীসাব্যস্ত করে ২৬ বছরের স্বশ্রম কারাদণ্ডের (Rigorous Imprisonment) সাজা দিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজ (Kannauj) জেলার একটি আদালত। এর পাশাপাশি ৫০ বছরের ওই ব্যক্তি রাজেশ জাটভকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানাও (fine) করা হয়েছে বলে জানান সরকারি আইনজীবী নভীন কুমার দুবে।

এপ্রসঙ্গে তিনি আরও জানান, ২০২১ সালের ২ ডিসেম্বর সন্ধ্যাবেলা কনৌজ জেলার একটি গ্রামের বাসিন্দা রাজেশ জাটভ ওরফে মহাত্মার নামে তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে একরত্তি মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজেশ। অন্যদিকে মেয়েটির বাড়ির লোকেরা খুঁজতে খুঁজতে ওই ঘরে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অভিযোগ দায়ের করেন থানাতে।

শনিবার পুলিশ সূত্রে জানানো হয়, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর পকসো আদালতের বিশেষ বিচারক অলকা যাদব রাজেশকে দোষীসাব্যস্ত করে ২৬ বছরের স্বশ্রম কারাদণ্ডের সাজা দেন। পাশাপাশি জরিমানা করা হয় ৫০ হাজার ৫০০ টাকা। অনাদায়ে আরও ২ বছরের অতিরিক্ত কারাবাস করানোর নির্দেশ দেন। আরও পড়ুন: Rahul Gandhi Attacks BJP: আদিবাসী উন্নয়ন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন রাহুল গান্ধীর বক্তব্য