UP Horror: স্ত্রীর কাটা মুণ্ডু হাতে থানায় হাজির ব্যক্তি

স্ত্রীকে খুন করে কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির এক ব্যক্তি। শুক্রবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দাতে (Banda)। পুলিশ জানিয়েছে, স্ত্রী বিধর্মী, এই সন্দেহে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেন। এরপর কাটা মুণ্ডু নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

UP Horror: স্ত্রীর কাটা মুণ্ডু হাতে থানায় হাজির ব্যক্তি
প্রতীকী ছবি(Photo Credit: ANI)

বান্দা, ৯ অক্টোবর: স্ত্রীকে খুন করে কাটা মুণ্ডু হাতে থানায় হাজির এক ব্যক্তি। শুক্রবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দাতে (Banda)। পুলিশ জানিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেন। এরপর কাটা মুণ্ডু নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম চিন্নার যাদব। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ স্ত্রী বিমলার (৩৫) সঙ্গে তার ঝগড়া হয়। রাগের কারণে যাদব একটি ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর মাথা কেটে ফেলে। এরপর কাটা মাথা হাতে বাবারু থানায় হাজির হয়, যেখানে সে আত্মসমর্পণ করে। পুলিশ আরও জানিয়েছে যে কাটা মুণ্ডু হাতে রাস্তা দিয়ে যাওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তা ভাইরাল।আরও পড়ুন: UP Horror: ফের উত্তরপ্রদেশে ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

পুলিশ চিন্নার যাদবকে গ্রেপ্তার করেছে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।