Mamata Banerjee: বিকেল ৫টায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ, অপেক্ষায় রাজনৈতিক মহল
মমতা বন্দ্য়োপাধ্যায় দিল্লিতে পা রাখার পর থেকেই একের পর এক রাজনৈতিক ছবি সামনে আসতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, অশোক তনওয়ার।
দিল্লি, ২৪ নভেম্বর: বুধবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস সূত্রে মিলছে এমন খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর কোন কোন বিষয়ে কথা হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি আজ রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম শামির সঙ্গেও দেখা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাওয়া যাচ্ছে এমন খবরও।
মমতা বন্দ্য়োপাধ্যায় দিল্লিতে (Delhi) পা রাখার পর থেকেই একের পর এক রাজনৈতিক ছবি সামনে আসতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, অশোক তনওয়ার। জেডিইউয়ের প্রাক্তন নেতা পবন ভর্মাও মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
এদিকে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো যখন দিল্লিতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে। ওরা ভাবছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা হচ্ছে তাতে সুবিধা পাবে জোড়াফুল শিবির। পশ্চিমবঙ্গকে লুটে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই বিপুল অর্থের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দিল্লিতে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলে তোপ দাগেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।