Anil Panachooran Died: হৃদরোগে প্রয়াত মালয়লম কবি অনিল পানাচুরাণ, করোনা আক্রান্ত ছিলেন তিনি
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মালয়লম কবি তথা গীতিকার অনিল পানাচুরাণ (Anil Panachooran)। রবিবার রাত আটটা বেজে ১০ মিনিটে তিরুবনন্তপুরমের কেআইএমএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। করোনা পরবর্তী জটিলতা নিয়ে রবিবার সকাল সাতটা নাগাদ কেআইএমএস হাসপাতালে অনিল পানাচুরাণকে ভর্তি করা হয়। তখন তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কারণে তাঁর চিকিৎসা চলছিল। এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রথমে কেরালার মাভেলিক্কারা ভিএসএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
তিরুবনন্তপুরম, ৪ জানুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মালয়লম কবি তথা গীতিকার অনিল পানাচুরাণ (Anil Panachooran)। রবিবার রাত আটটা বেজে ১০ মিনিটে তিরুবনন্তপুরমের কেআইএমএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। করোনা পরবর্তী জটিলতা নিয়ে রবিবার সকাল সাতটা নাগাদ কেআইএমএস হাসপাতালে অনিল পানাচুরাণকে ভর্তি করা হয়। তখন তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কারণে তাঁর চিকিৎসা চলছিল। এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রথমে কেরালার মাভেলিক্কারা ভিএসএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে করুণাগাপল্লি ভালিয়াথ হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেই গতকাল সকালে তাঁকে কেআইএমএস-এ নিয়ে আসা হয়। আরও পড়ুন-BJP Rally In Kolkata: পুলিশের অনুমতি ছাড়াই আজ কলকাতার রাজপথে শোভন-বৈশাখীর ব়্যালি
সেই সময় তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। ১৯৬৫-র ২০ নভেম্বর কেরালার ক্যায়ামকুলামে জন্মগ্রহণ করেন অনিল পানাচুরাণ। পেশায় আইনজীবী পানাচুরাণ ২০০৭ সালে ‘আরাবিককথা’ ছবিতে প্রথম ডেবিউ করেন। এই ছবির জনপ্রিয় গান ‘চোরাভিনা মান্নিল’-এর গীতিকার অনিল পানাচুরাণ। ‘আরাবিককথা’-সহ মোট চারটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।