Maharashtra Lockdown Extended Till November 30: সংক্রমণের মাত্রা আকাশছোঁয়া, ৩০ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রে চলবে লকডাউন

করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণের পারদ চরছেই। ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র (Maharashtra) সরকার। অক্টোবরের মতই নভেম্বরেও একইভাবে লকডাউন প্রযোজ্য থাকবে মহারাষ্ট্রে। করোনা সংক্রমণ রুখতে কন্টাইনমেন্ট জোনে চলবে কড়া লকডাউন।

Coronavirus in India (Photo Credits: PTI)

মুম্বই, ২৯ অক্টোবর: করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণের পারদ চরছেই। ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র (Maharashtra) সরকার। অক্টোবরের মতই নভেম্বরেও একইভাবে লকডাউন প্রযোজ্য থাকবে মহারাষ্ট্রে। করোনা সংক্রমণ রুখতে কন্টাইনমেন্ট জোনে চলবে কড়া লকডাউন। পড়ুন: KIFF Rescheduled: করোনার কাঁটায় পিছিয়ে জানুয়ারিতে ২৬-তম কলকাতা চলচ্চিত্র উৎসব, দেখে নিন দিনক্ষণ

গত মাসে ৩১ অক্টোবর পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছিল সরকার। ধাপে ধাপে বেশ কিছু ক্ষেত্রের উপর নিষেধাজ্ঞার হ্রাস আলগা করেছিল মহারাষ্ট্র সরকার। ৫০ শতাংশ লোক নিয়ে রেস্তরাঁ খোলা যাবে। পাশাপাসি মাল্টিপ্লেক্স এবং থিয়েটারও খোলা থাকবে ঠিক একইভাবে। করোনা বিধি অনুসরণ করে খোলা থাকবে জিমও। তবে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

দেশের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১.৩ লাখ। মারণভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৪৩,৫৫৪ জনের।