Maharashtra Imposes Travel Restrictions on Passengers: কোভিড সুনামি রুখতে দিল্লি, গোয়া, রাজস্থান, গুজরাত থেকে যাত্রী প্রবেশে বিধিনিষেধ জারি মহারাষ্ট্র সরকারের
ক্রমাগত বাড়ছে করোনা (Covid-19) সংক্রমণ। আবারও কী লকডাউনের পথে যেতে চলেছে একের পর রাজ্য? পরিস্থিতি কিছুটা তেমনই দিকে এগোচ্ছে বলে মত অনেকেরই। ইতিমধ্যেই মহারাষ্ট্রের আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে লকডাউন করার কথা ঘোষণা করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। চার রাজ্য- দিল্লি-এনসিআর (Delhi-NCR), গোয়া (Goa), রাজস্থান (Rajasthan) এবং গুজরাত (Gujrat); উৎসবের মরশুম শেষ হতেই এই রাজ্যগুলোতে বাড়ছে কোভিড প্রকোপ। যার জেরে মহারাষ্ট্রে কোভিড সুনামি রুখতে এই চার রাজ্য থেকে আসা যাত্রীদের উপর বাধানিষেধ জারি করতে চলেছে মহারাষ্ট্র সরকার। এই সমস্ত রাজ্য থেকে মহারাষ্ট্রে (Maharashtra) ফেরা সকল যাত্রীদের কাছে আরটি-পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকা আবশ্যিক।
মুম্বই, ২৩ নভেম্বর: ক্রমাগত বাড়ছে করোনা (Covid-19) সংক্রমণ। আবারও কী লকডাউনের পথে যেতে চলেছে একের পর রাজ্য? পরিস্থিতি কিছুটা তেমনই দিকে এগোচ্ছে বলে মত অনেকেরই। ইতিমধ্যেই মহারাষ্ট্রের আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে লকডাউন করার কথা ঘোষণা করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। চার রাজ্য- দিল্লি-এনসিআর (Delhi-NCR), গোয়া (Goa), রাজস্থান (Rajasthan) এবং গুজরাত (Gujrat); উৎসবের মরশুম শেষ হতেই এই রাজ্যগুলোতে বাড়ছে কোভিড প্রকোপ। যার জেরে মহারাষ্ট্রে কোভিড সুনামি রুখতে এই চার রাজ্য থেকে আসা যাত্রীদের উপর বাধানিষেধ জারি করতে চলেছে মহারাষ্ট্র সরকার। এই সমস্ত রাজ্য থেকে মহারাষ্ট্রে (Maharashtra) ফেরা সকল যাত্রীদের কাছে আরটি-পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকা আবশ্যিক। পড়ুন: PIB Fact Check: ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করলেই ভোটারদের দিতে হবে জরিমানা
বিমান এবং ট্রেন পরিষেবারদ ক্ষেত্রে যাত্রীদের প্রত্যেককেই আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট থাকতে হবে। যদি কোনও ট্রেন যাত্রী নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে ভুলে যান। তাহলে রেলওয়ের তরফ থেকে যাত্রীর শরীরে কোনও কোভিড লক্ষ্মণ রয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ট্রেন কিংবা বিমানে ওঠার ৭২ থেকে ৯৬ ঘণ্টা আগে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। নির্দিষ্ট সময়ের আগে যদি কোনও যাত্রী করান, তাহলে সেটি প্রযোজ্য হবে না। ৩০ নভেম্বরের পর থেকে দিল্লি থেকে পুরোপুরি যাত্রী মহারাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।