Maharashtra: শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে ইডির সমন, 'শুভেচ্ছা' একনাথ-পুত্র শ্রীকান্ত শিণ্ডের
সোমবার মহারাষ্ট্রের সরকার টিকে থাকা নিয়ে চরম অনিশ্চয়তা অব্যাহত। উদ্ভব ঠাকরের সরকার সংখ্যাগরিষ্ঠতা দাবি করে সুপ্রিম কোর্টে লড়ছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা।
মুম্বই, ২৭ জুন: সোমবার ইডির (ED) তরফে সমন পাঠানো হয় শিবসেনা (Shivsena) মুখপাত্র সঞ্জয় রাউতকে। সঞ্জয় রাউতকে (Sanjay Raut) সমন পাঠানোর পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডের পুত্র শ্রীকান্ত শিণ্ডে। সঞ্জয় রাউতকে ইডি সমন পাঠানোর পর শ্রীকান্ত শিণ্ডে শিবসেনা মুখপাত্রকে 'শুভেচ্ছা' জানান। একনাথ-পুত্র যে কটাক্ষ করেই সঞ্জয় রাউতে সমনের প্রেক্ষিতে শুভেচ্ছা জানান, তা কার্যত স্পষ্ট।
এদিকে সোমবার মহারাষ্ট্রের সরকার টিকে থাকা নিয়ে চরম অনিশ্চয়তা অব্যাহত। উদ্ভব ঠাকরের সরকার সংখ্যাগরিষ্ঠতা দাবি করে সুপ্রিম কোর্টে লড়ছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। এর মধ্যে দলের বিদ্রোহী বিধায়কদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। বিদ্রোহীদের দফতর ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের মধ্যে বণ্টন করেন উদ্ভব। শিবসেনার প্রধান বিদ্রোহী একনাথ শিন্ডের নগরোন্নয়ন সহ সব দফতরগুলোগুলির দায়িত্ব দেওয়া হল মন্ত্রী সুশীল দেশাইকে।
আরও পড়ুন: Uddhav Thackeray: বিদ্রোহী মন্ত্রীদের দফতর কাড়লেন উদ্ভব ঠাকরে, শিন্ডের মন্ত্রক সুশীল দেশাইকে
যা নিয়ে ফের মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।