IPL Auction 2025 Live

COVID-19: মহারাষ্ট্রের জেলে ২০ জনের শরীরে কোভিড সংক্রমণ, আতঙ্কে কয়েদিরা

কল্যাণের আধোয়ার্ধি জেলে ১৫০ জনের কোভিড পরীক্ষা করা হয় সম্প্রতি। পরীক্ষার পর জানা যায়, সেখানে ২০ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড।

Corona (Photo Credits: Twitter)

মুম্বই, ১৯ অক্টোবর: জেলের (Jail) মধ্যে একের পর একজনের শরীরে মিলল কোভিডের সংক্রমণ। মুম্বইয়ের (Mumbai) কল্যাণের (Kalyan) আধোয়ার্ধি জেলে ২০ জন কোভিড রোগীকে সনাক্ত করা হয়।

সম্প্রতি কল্যাণের আধোয়ার্ধি জেলে ১৫০ জনের কোভিড পরীক্ষা করা হয়। পরীক্ষার পর জানা যায়, সেখানে ২০ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড। জেলের সুপারিন্টেন্টেড অঙ্কুশ সাদাফুলে জানান,  জেলের ১৫০ জনের মধ্যে ২০ জনকে সনাক্ত করা হয়েছে কোভিড (COVID 19) রোগী হিসেবে। তবে যাঁদের কোভিড রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে কল্যাণের ওই জেলে, তাঁরা প্রত্যেকে নতুন কয়েদি। সবে সবে আধোয়ার্ধি জেলে নিয়ে আসা হয় তাঁদের।

আরও পড়ুন:  Gurmeet Ram Rahim: খুনের সাজা, গুরমিত রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে (Maharashtra) ১৪৮৫ জন ,নতুন করে করোনায় (Corona) সংক্রমিত হন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।