Madhya Pradesh: নাবালিকাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযাগে ধৃত যুবতি!
নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার অভিযাগে এক যুবতিকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনা (Guna) শহরের। ধৃত যুবতির বয়স ২০ বছর বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার টি এস বাঘেল। তিনি আরও জানিয়েছেন, বুধে বালাজি এলাকার এক বাসিন্দা সোমবার কোতয়ালি থানায় এসে তাঁর ১৭ বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেন। এরপরই তদন্তে নেমে গোটা বিষয়টি সামনে আসে।
গুনা, ২৭ জুন: নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার অভিযাগে এক যুবতিকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনা (Guna) শহরের। ধৃত যুবতির বয়স ২০ বছর বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার টি এস বাঘেল। তিনি আরও জানিয়েছেন, বুধে বালাজি এলাকার এক বাসিন্দা সোমবার কোতয়ালি থানায় এসে তাঁর ১৭ বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেন। এরপরই তদন্তে নেমে গোটা বিষয়টি সামনে আসে।
তদন্তে নেমে পুলিশ দেখে, শিবপুরী জেলার একটি গ্রামের একটি মেয়েও নিখোঁজ। এরপর পুলিশ একটি দল গঠন করে। শুক্রবার মেয়ে দুটিকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবতি নাবালিকাকে বিয়ে করেছিলেন। যদিও ওই নাবালিকা দাবি করেছে সে নিজের ইচ্ছেতেই সেখানে গেছিল। আরও পড়ুন: India Moves Air Defence Systems Into Ladakh: পূর্ব লাদাখ সেক্টরে এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় সেনা
ওই যুবতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকাকে কাউন্সেলিং করে বাড়ি পাঠানো হয়েছে।