Narendra Modi: মধ্যপ্রদেশে ৪ ঘণ্টা, জনজাতিদের অনুষ্ঠানে মোদীর উপস্থিতিতে খরচ ২৩ কোটি

আগামী ১৫ নভেম্বর জনজাতীয়া গৌরব দিবস পালন করবে মধ্যপ্রদেশ সরকার। ওই অনুষ্ঠান উপলক্ষ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ সফরে যাবেন বলে খবর। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান উপলক্ষ্যেই এক ধাক্কায় ২৩ কোটি খরচ করছে মধ্যপ্রদেশ সরকার।

PM Modi (Photo Credit: Twitter/ANI)

ভোপাল, ১৩ নভেম্বর: আগামী সপ্তাহে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনজাতিদের একটি অনুষ্ঠানে হাজির হবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ৪ ঘণ্টার সফরের উদ্দেশে মধ্য়প্রদেশে ২৩ কোটি খরচ হচ্ছে বলে খবর। যার মধ্যে প্রধানমন্ত্রীর সভার জন্য জামবুরি ময়দানে লোক আনতে ১৩ কোটি খরচ হবে বলে খবর।

আগামী ১৫ নভেম্বর জনজাতীয়া গৌরব দিবস পালন করবে মধ্যপ্রদেশ সরকার। ওই অনুষ্ঠান উপলক্ষ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ সফরে যাবেন বলে খবর। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান উপলক্ষ্যেই এক ধাক্কায় ২৩ কোটি খরচ করছে মধ্যপ্রদেশ সরকার।

আরও পড়ুন: Indian Railways: ফিরছে টিকিটের পুরনো ভাড়া, যাত্রীদের চাপে শেষে 'বিশেষ' ট্রেন বাতিল রেলের

আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জনজাতীয়া গৌরব দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বীরসা মুন্ডা সহ অন্য আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের অবদান স্মরণ করেই ওই অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। দেশের বিভিন্ন প্রান্তে ওই অনুষ্ঠান পালন করা হবে বলে খবর।