Rahul Gandhi: রাহুল গান্ধীকে 'খুনের' হুমকি, ইন্দোরে গ্রেফতার ষাটোর্দ্ধ ব্যক্তি
মধ্যপ্রদেশে যখন ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রবেশ করেন রাহুল গান্ধী, সেই সময় কংগ্রেস নেতাকে খুনের হুমকি দেওয়া হয়। ইন্দোরের একটি মিষ্টির দোকানের বাইরে থেকে রাহুল গান্ধীকে খুনের হুমকি সম্বলিত চিঠি উদ্ধার করা হয়।
ইন্দোর, ২৮ এপ্রিল: ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরুর পর খুনের হুমকি দেওয়া হয় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) । ভারত জোড়ো যাত্রা শুরুর পর কে কংগ্রেস সাংসদকে খুনের হুমকি দেন, তা নিয়ে তল্লাশি শুরু হয়। রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ৬০ বছরের এক প্রৌঢ়কে। জানা যায়, মধ্যপ্রদেশে যখন ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রবেশ করেন রাহুল গান্ধী, সেই সময় কংগ্রেস নেতাকে খুনের হুমকি দেওয়া হয়। ইন্দোরের একটি মিষ্টির দোকানের বাইরে থেকে রাহুল গান্ধীকে খুনের হুমকি সম্বলিত চিঠি উদ্ধার করা হয়। দয়া সিং নামে ওই ব্যক্তিকে এবার গ্রেফতার করল ইন্দোর পুলিশ।
রিপোর্টে প্রকাশ, পুলিশ তাঁর খোঁজ শুরু করলে, ইন্দোর থেকে ট্রেনে চেপে পালানোর ছক করছিলেন ওই ব্যক্তি। কী কারণে ওই ষাটোর্দ্ধ ব্যক্তি রাহুল গান্ধীকে খুনের হুমকি দিলেন, সে বিষয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।