Loksabha Election 2024: চতুর্থ দফার ভোটের মাঝে বারাণসী থেকে আজ মনোনয়ন পত্র জমা দেবেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এবং তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সেজে উঠতে শুরু করেছে বারাণসী, সেই সময় কড়া নিরাপত্তার মোড়ক তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমণে যাতে কোনওভাবে নিরাপত্তার ঘাটতি না হয়, সে দিকে নজর রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
দিল্লি, ১৩ মে: সোমবার যখন চতুর্থ দফার ভোট (Loksabha Election) চলছে, সেই সময় বারাণসী সেজে উঠতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আগমণের জন্য। সোমবার বারাণসী থেকে মনোনয়ন পত্র জমা দেবেন মোদী। সেই উপলক্ষ্যে আজ সকাল থেকেই উত্তরপ্রদেশের এই শহর সেজে উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, সোমবার বারাণসীতে প্রথমে রোড শো করবেন প্রধানমন্ত্রী। রোড শোয়ের প মনোনয়ন পত্র মোদী জমা দেবেন বলে খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এবং তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সেজে উঠতে শুরু করেছে বারাণসী, সেই সময় কড়া নিরাপত্তার মোড়ক তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমণে যাতে কোনওভাবে নিরাপত্তার ঘাটতি না হয়, সে দিকে নজর রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
রোড শোয়ের পর বরাণসীর কাশী বিশ্বনাথ মন্দির যাবেন প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনার পর প্রধানমন্ত্রী মনোনয়ন পত্র জমা দেবেন বলে খবর।