PM Modi (Photo Credit: ANI/Twitter)

হায়দরাবাদ, ১৮ মার্চ: রাহুল গান্ধীর (Rahul Gandhi) শক্তি মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  তেলাঙ্গানার (Telangana) জাগতিয়ালে সোমবার সভা করেন নরেন্দ্র মোদী।  জাগতিয়ালের সভায় প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের সদস্যরা শক্তির বিরুদ্ধে লড়ার কথা বলছেন। ভারতবর্ষের প্রত্যেক মা, বোন, মেয়ে শক্তির প্রতিরূপ। ভারত মাও শক্তির প্রতিরূপ।  ইন্ডিয়া জোটের সদস্যরা এবার সেই শক্তির বিরুদ্ধে লড়তে চাইছেন। যে শক্তির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সদস্যরা লড়াইয়ের কথা বলছেন, তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন।  জীবন দিয়ে তিনি তা প্রতিরোধ করবেন বলেও তেলাঙ্গানার জাগতিয়ালের সভা থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী শক্তিকে অপমান করেছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এসবের পাশাপাশি তেলাঙ্গানার কংগ্রেস সরকারকেও তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।  তিনি বলেন, কংগ্রেস এবং বিআরএসকে তেলাঙ্গানা থেকে উচ্ছেদ করতে হবে।  তেলাঙ্গানায় বিজেপি বাড়ছে।  ১৩ মে কংগ্রেস এবং বিআরএসকে রাজ্য থেকে উৎপাটিত করার ডাক দেন নরেন্দ্র মোদী।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Election 2024: বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার পেরোল না ৬০ শতাংশ, সবথেকে বেশি ভোট পড়ল চন্ডীগড়ে

Lok Sabha Exit Poll 2024 Live Streaming: দেশজুড়ে জনমত সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ জোট, অনেকটাই পিছিয়ে ইন্ডি জোট; দেখুন সমীক্ষা কী বলছে

West Bengal LS Exit Poll Live Updates 2024: বঙ্গের কোন ফুলে কত লোকসভা আসন? হাত আর কাস্তে কি চিন্তায় ফেলবে দুই শিবিরকে? দেখুন এগজিট পোল

WB Lok Sabha Election 2024: বঙ্গের ভোটে অশান্তি-হিংসা-ভোটারদের বাঁধা, কলকাতার দুই আসনে ভোটের হার কম

Lok Sabha Election 2024: ৩টে পর্যন্ত গোটা দেশের ভোটের হার ৪৯.৬৮ শতাংশ, ভোট শতাংশে এগিয়ে ঝাড়খণ্ড

PM Modi Meditation End: ৪৫ ঘণ্টার ধ্যান শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বেড়িয়ে এলেন রক মেমোরিয়াল থেকে (দেখুন সেই ভিডিও)

Varanasi Lok Sabha: প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ, ইভিএমে কংগ্রেসের বোতামে লাগানো টেপ!