Loksabha Election 2024: ভোটে দাঁড়াচ্ছেন সিধু মুসেওয়ালার বাবা? প্রয়াত গায়কের বাড়িতে কংগ্রেস
কংগ্রেসের প্রতিনিধিরা ইতিমধ্যেই প্রায়ত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মনসার বাড়িতে গিয়েছেন। সেখানে মুসেওয়ালার বাবা বলকউর সিংয়ের সঙ্গে কথা বলেছেন বলে খবর।
দিল্লি, ২৯ এপ্রিল: এবার নাকি লোকসভা ভোটে (Loksabha Election) লড়াই করবেন সিধু মুসেওয়ালার বাবা? পাঞ্জাবের ভাটিন্ডা থেকে নাকি লড়বেন প্রয়াত পাঞ্জাবি গায়কের বাবা, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে একাধিক মহলে। কংগ্রেসের প্রতিনিধিরা ইতিমধ্যেই প্রায়ত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala)মনসার বাড়িতে গিয়েছেন। সেখানে মুসেওয়ালার বাবা বলকউর সিংয়ের সঙ্গে কথা বলেছেন বলে খবর। তবে প্রয়াত গায়কের বাবা বলকউর সিং এখনও পর্যন্ত এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Sidhu Moose Wala: সিধু মুসেওয়ালার ভাইয়ের জন্ম হতেই IVF-এ দম্পতির বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ কেন্দ্রের
সম্প্রতি সিধু মুসেওয়ালার বাবা, মায়ের ঘরে আইভিএফ পদ্ধতির জোরে দ্বিতীয় সন্তান আসে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে বেশ শোরগোল শুরু হয়। মুসেওয়ালার বাড়িতে নয়া সন্তানের আগমনের খবরের পর থেকেই বলকউর সিংয়ের ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা শুরু হয়। যদিও কংগ্রেসের টিকিটে না নির্দল প্রার্থী হয়ে মুসেওয়ালার বাবা ভোটে লড়বেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।