Loksabha Election 2024: 'কংগ্রেস এবং তাদের বন্ধুরা আপনাদের সম্পত্তি কেড়ে নিতে চায়', অভিযোগ মোদীর
মহিলাদের কাছে যে গয়না রয়েছে, অর্থাৎ যাকে স্ত্রীধন বলা হয়। কংগ্রেস ক্ষমতায় এলে, সেই স্ত্রীধনেও থাকবে সরকারের নজর। আইন তৈরি করে দেশের মা, বোনেদের কাছ থেকে কংগ্রেস তাঁদের মঙ্গলসূত্রও ছিনিয়ে নেবে বলে আক্রমণ করেন মোদী।
দিল্লি, ২২ এপ্রিল: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে হাজির হয়ে ফের কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এবং ওই দলের সহযোগীরা দেশের মানুষের সম্পদ ছিনিয়ে নিতে চায়। আলিগড়ের জনসভা থেকে মোদী বলেন, কংগ্রেসের শেহজাদা বলেছেন, তাঁদের দল ক্ষমতায় এলে, কার কাছে কী সম্পদ রয়েছে তা খুঁজে বের করা হবে। এর অর্থ, মানুষের রোজগারএবং তাঁদের সম্পদে সরকারের নজর থাকবে। সরকারের নিয়ন্ত্রণে দেশের প্রত্যেক মানুষের সম্পত্তি থাকবে, কংগ্রেস ক্ষমতায় এলে। এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী।
মহিলাদের কাছে যে গয়না রয়েছে, অর্থাৎ যাকে স্ত্রীধন বলা হয়। কংগ্রেস ক্ষমতায় এলে, সেই স্ত্রীধনেও থাকবে সরকারের নজর। আইন তৈরি করে দেশের মা, বোনেদের কাছ থেকে কংগ্রেস তাঁদের মঙ্গলসূত্রও ছিনিয়ে নেবে বলে আক্রমণ করেন মোদী।
কংগ্রেস বেতনভোগী শ্রেণির মানুষকে জরিপ করতে চায়। কতটা সম্পত্তি তাঁদের কাছে রয়েছে, সেই হিসেব কংগ্রেস করতে চায় বলেও অভিযোগ করেন মোদী। ফলে কংগ্রেস ক্ষমতায় এলে, মানুষের সম্পত্তি জরিপ করে, তা বাজেয়াপ্ত করবে বলে অভিযোগ করেন মোদী।