Assam Government Jobs: চাকরি পেতে গেলে ক্লাস টেন পর্যন্ত অসমিয়া পড়া বাধ্যতামূলক, সিদ্ধান্ত অসম সরকারের

রাজ্য সরকারের চাকরি (Assam Government Jobs) পাওয়ার ক্ষেত্রে ক্লাস টেন পর্যন্ত অসমিয়া (Assamese) পড়া বাধ্যতামূলক করল অসম সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেছেন, যারা ক্লাস টেন পর্যন্ত অসমিয়া পড়েছে তারাই কেবল রাজ্য সরকারি চাকরিতে আবেদনের যোগ্য হতে পারবে। তিনি আরও জানান যে এই নিয়মটি তিনটি বরাক উপত্যকা জেলা এবং বোড়োল্যান্ড টেরিটোরিয়াল স্বায়ত্তশাসিত জেলাগুলি ব্যতীত রাজ্যের সমস্ত অঞ্চলে প্রযোজ্য হবে। তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই সব মাধ্যমের বিদ্যালয়ে অসমিয়া পড়ানো বাধ্যতামূলক করেছে। এবার এই নতুন নিয়মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বাজেট অধিবেশনে এই সম্পর্কে একটি বিল পেশ করা হবে।

হিমন্ত বিশ্বশর্মা (Photo Credits: IANS)

গুয়াহাটি, ২৬ জানুয়ারি: রাজ্য সরকারের চাকরি (Assam Government Jobs) পাওয়ার ক্ষেত্রে ক্লাস টেন পর্যন্ত অসমিয়া (Assamese) পড়া বাধ্যতামূলক করল অসম সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেছেন, যারা ক্লাস টেন পর্যন্ত অসমিয়া পড়েছে তারাই কেবল রাজ্য সরকারি চাকরিতে আবেদনের যোগ্য হতে পারবে। তিনি আরও জানান যে এই নিয়মটি তিনটি বরাক উপত্যকা জেলা এবং বোড়োল্যান্ড টেরিটোরিয়াল স্বায়ত্তশাসিত জেলাগুলি ব্যতীত রাজ্যের সমস্ত অঞ্চলে প্রযোজ্য হবে। তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই সব মাধ্যমের বিদ্যালয়ে অসমিয়া পড়ানো বাধ্যতামূলক করেছে। এবার এই নতুন নিয়মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বাজেট অধিবেশনে এই সম্পর্কে একটি বিল পেশ করা হবে।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, তাঁর দুই সন্তান রাজ্যের বাইরে পড়াশোনা করে, তাই তারা অসমের কোনও রাজ্য সরকারি চাকরিতে আবেদনের যোগ্য হবে না। কারণ তারা স্কুলে অসমিয়া পড়েনি। তিনি বলেন, "রাজ্য সরকার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার উন্নতিতে ৩,০০০ কোটি টাকা ব্যয় করবে। প্রাথমিক স্তরের প্রায় ১৫,০০০ পদ এবং মাধ্যমিক স্তরে ৮,০০০ পদ আগামী ৬ মাসের মধ্যে পূরণ করা হবে।" মন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় ৩০টি নতুন কলেজের প্রাদেশিককরণ করা হবে এবং ৯০০টি অধ্যাপক ও নন-টিচিং পোস্টকে নিয়মিত করা হবে। আরও পড়ুন: Republic Day 2020: প্রজাতন্ত্র দিবসেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সুর, ভিডিয়ো বার্তা বাংলার শিল্পীদের

মন্ত্রী জানান, সর্বশিক্ষা অভিযানের আওতায় প্রায় ৪২,০০০ শিক্ষক কর্মরত রয়েছেন এবং রাজ্য সরকার আগামী ৬ মাসের মধ্যে বেতন-সমতা, চাকরির সুরক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলিতে বিবেচনা করবে।" এছাড়াও তিনি জানান, রাজ্য সরকার কলেজগুলিতে বিজ্ঞান বিভাগ চালু, চা বাগান অঞ্চলে ১০০টি উচ্চ বিদ্যালয় তৈরি এবং মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উন্নীতকরণের বিষয়ে সিদ্ধান্ত আগামী ৬ মাসের মধ্যে নেওয়া হবে। তিনি বলেন, রাজ্য সরকার ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের চার সেট করে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও প্রথমবারের মতো, ক্লাস নাইন ও টেনের পড়ুয়াদের ২ সেট ইউনিফর্ম দেওয়া হবে