TMC: ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতৃত্ব, দেবাংশুদের ওপর হামলার নিন্দায় টুইট অভিষেকের

ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হলেন তৃণমূলের নেতৃত্ব-কর্মীরা। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত ত্রিপুরায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

আগরতলা, ৭ অগাস্ট: ত্রিপুরায় (Tripura) গিয়ে আক্রান্ত হলেন তৃণমূলের (TMC) নেতৃত্ব-কর্মীরা। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), সুদীপ রাহা (Sudip Raha) এবং জয়া দত্ত (Jaya Dutta) ত্রিপুরায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। দেবাংশুদের অভিযোগ, তাদের গাড়িতে ভাঙচুর চালিয়েছে বিজেপি-র কর্মী, সমর্থকরা। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তৃণমূল। বাংলায় বিধানসভা ভোটে জয়ের পর এবার ত্রিপুরায় বিজেপি সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল। আরও পড়ুন: নাইট কারফিউ ভাঙার অভিযোগ, আটক অভিনেত্রী ইশা সাহার গাড়ি

দেবাংশুদের ওপর হামলার নিন্দা করে অভিষেক ব্যানার্জি টুইটারে লেখেন,"ত্রিপুরায় গুণ্ডারাজ চালাচ্ছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের উপর আক্রমণ প্রমাণ করে গুণ্ডারাজ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।"

ক দিন আগে তৃণমূলের অলিখিত নম্বর টু-সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ত্রিপুরা সফরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে অপশাসনের ডাক দিয়ে সেই রাজ্যে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক ব্যানার্জি নিজে এখন থেকে প্রতি মাসে দুই থেকে তিন বার ত্রিপুরা সফরে যাবেন বলে ঠিক হয়েছে।

২০২৩ সালে ত্রিপুরায় হবে বিধানসভা নির্বাচন। ২০১৮ সালে মানিক সরকারের বাম সরকারকে সরিয়ে প্রথমবার ত্রিপুরায় ক্ষমতা আসে বিজেপি। এরপর বাম, কংগ্রেসের অবস্থা একেবারে খারাপ হয়েছে রাজ্যে। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপি জিতেছিল। এবার ত্রিপুরায় বিজেপিকে ফাঁকা জমি ছেড়ে দিতে নারাজ, ত্রিপুরায় নজর দিয়েছে।