Love Jihad Law: যোগীর রাজ্যে এবার ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে আসছে কঠোর আইন
যোগীর রাজ্যে আসছে ‘লাভ জিহাদে’র বিরুদ্ধ কঠোর আইন (Love Jihad)। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যেই রাজ্যের আইন দপ্তরকে পাঠিয়েছে। শুক্রবার সাংবাদিকদের কাছে বিষয়টি খোলসা করল স্বরাষ্ট্র দপ্তর। সম্প্রতি জানা গিয়েছিল যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বিধানসভাতেও লাভ জিহাদ বিরোধী আইন আনার জন্য প্রস্তাব পেশ হবে। আসন্ন শীতকালীন অধিবেশনেই তা হতে চলেছে। মূলত ভিন্ন ধর্মী দুজনের বিয়ের বিরুদ্ধে দক্ষিণপন্থী রাজনীতিকদের সিলমোহর হিসেবে কাজ করবে এই আইন।
লখনউ, ২০ নভেম্বর: যোগীর রাজ্যে আসছে ‘লাভ জিহাদে’র বিরুদ্ধ কঠোর আইন (Love Jihad)। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যেই রাজ্যের আইন দপ্তরকে পাঠিয়েছে। শুক্রবার সাংবাদিকদের কাছে বিষয়টি খোলসা করল স্বরাষ্ট্র দপ্তর। সম্প্রতি জানা গিয়েছিল যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বিধানসভাতেও লাভ জিহাদ বিরোধী আইন আনার জন্য প্রস্তাব পেশ হবে। আসন্ন শীতকালীন অধিবেশনেই তা হতে চলেছে। মূলত ভিন্ন ধর্মী দুজনের বিয়ের বিরুদ্ধে দক্ষিণপন্থী রাজনীতিকদের সিলমোহর হিসেবে কাজ করবে এই আইন। এই আইন একবার বলবৎ হলেই মধ্যপ্রদেশে ভিন্ন ধর্মী তরুণ তরুণীর বিয়ে জামিন অযোগ্য অপরাধের শামিল হবে। আরও পড়ুন- Mohun Bagan: পরাধীন ভারতে ১১ জন বাঙালির খালি পা এনেছিল প্রথম জয়ের স্বাদ, সবুজ-মেরুন আবেগের নাম মোহনবাগান
ডেকান ক্রনিক্যালের রিপোর্ট অনুসারে মধ্যপ্রদেশ বিধানসভার প্রস্তাবিত আইনে বলা হয়েছে, জোর করে প্রলোভন দেখিয়ে বিয়ে, বলপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। জানা গিয়েছে, হরিয়ানা, কর্ণাটকের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও লাভ জিহাদের ঘটনার সংখ্যা কমাতে সেখানকার বিধানসভাতেও নয়া আইন আনার প্রস্তাব চলছে। মূলত হিন্দু তরুণীর মুসলিম তরুণকে বিয়ে করার হিড়িক কমাতেই এই আইনের প্রস্তাবনা।