Lata Mangeshkar Last Rites: পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে লতা মঙ্গেশকরকে চিরবিদায় ভারতের
রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীত শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য বিশিষ্ট মানুষ। বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে (Shivaji Park)। সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাজ্যেও অর্ধদিবস ছুটি ঘোষণা।
মুম্বই, ৬ ফেব্রুয়ারি: রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীত শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য বিশিষ্ট মানুষ। বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে (Shivaji Park)। সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাজ্যেও অর্ধদিবস ছুটি ঘোষণা।
লাইভ আপডেট:
- পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে লতা মঙ্গেশকরকে চিরবিদায় ভারতের, দেওয়া হল গান স্যালুট।
- ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং অভিনেতা শাহরুখ খান লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন।
- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন।
- লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- শিবাজি পার্কে উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। আসতে শুরু করেছেন বিশিষ্টরা।
- শিবাজি পার্কে প্রচুর ভিড়।
- শিবাজি পার্কে নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরের মরদেহ।
- কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কর্নাটক সরকার। সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।
- শেষযাত্রায় লতা মঙ্গেশকর। প্রয়াত শিল্পীর দেহ ঢাকা হল তেরঙ্গা পতাকায়। হাতজোড় করে প্রণাম করে বিদায় বোন আশা ভোঁসলের।
- লতা মঙ্গেশকরের মৃত্য়ুতে সোমবার ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।
- লতা মঙ্গেশকরের পেদ্দার রোডের বাসভবন 'প্রভুকুঞ্জ'-এ এলেন গীতিকার জাভেদ আখতার এবং অভিনেতা অনুপম খের।
- পেদ্দার রোডের বাসভবন প্রভুকুঞ্জে আনা হল লতা মঙ্গেশকরের মরদেহ
- মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।