Rakesh Jhunjhunwala: প্রয়াত বিলিনিয়র ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার শেষকৃত্য বিকেল সাড়ে ৫টায়

দেশের সফল উদ্যোগপতি, স্টকব্রোকার, বিলিনিয়র ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া।

Rakesh Jhunjhunwala

মুম্বই, ১৪ অগাস্ট: দেশের সফল উদ্যোগপতি, স্টকব্রোকার, বিলিনিয়র ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। আজ, রবিবার বিকেল সাড়ে পাঁচটায় মুম্বইয়ের বানগঙ্গা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

দেখুন টুইট

হাঙ্গামা মিডিয়া, অ্যাপটেক-র চেয়ারম্যানের পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া এবং জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-র ডিরেক্টর ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। পাশাপাশি আকাশা এয়ার এবং স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স সংস্থার মালিক ছিলেন ঝুনঝুনওয়ালা। আরও পড়ুন-প্রয়াত হলেন কোটিপতি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা

রাকেশ ঝুনঝুনওয়ালাকে 'ভারতের ওয়ারেন বাফেট' বলা হতো। এছাড়াও ভারতীয় শেয়ার বাজারের 'বিগ বুল' নামে বেশি পরিচিত ছিলেন রাকেশ।

দেখুন টুইট

কলেজে পড়ার সময়ই ঝুনঝুনওয়ালা স্টক মার্কেটে বিনিয়োগ করতে শুরু করেন। পরে তিনি ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটে ভর্তি হন। স্নাতক হওয়ার পরে প্রথমে দালাল স্ট্রিটে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৫ সালে ঝুনঝুনওয়ালা ৫ হাজার টাকা পুঁজিতে বিনিয়োগ শুরু করেছিলেন। সেই মূলধনটি ২০১৮ সালের সেপ্টেম্বরে ১১ হাজার কোটি টাকায় পরিণত হয়।