Lambda, New COVID-19 Variant: ভারতে করোনায় মৃত্যুমিছিলের কারিগর ল্যাম্বডা প্রজাতি, ডেল্টা নয়; গবেষণা

ভারতে ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করোনার নতুন প্রজাতি ল্যাম্বডা৷ ডেল্টা ভ্যারিয়েন্ট নয়৷ এই তথ্য দিল মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক৷ ডেল্টা প্রজাতির তুলনায় অনেক বেশি সংক্রামক ল্যাম্বডা প্রজাতি৷ এনিয়েই চিন্তিত গবেষকরা৷

প্রতীকি ছবি

নতুন দিল্লি, ৭ জুলাই: ভারতে ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করোনার নতুন প্রজাতি ল্যাম্বডা৷ ডেল্টা ভ্যারিয়েন্ট নয়৷ এই তথ্য দিল মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক৷ ডেল্টা প্রজাতির তুলনায় অনেক বেশি সংক্রামক ল্যাম্বডা প্রজাতি৷ এনিয়েই চিন্তিত গবেষকরা৷

এদিকে ডেল্টা প্রজাতির ভীতি এখনও বিশ্বকে তাড়িয়ে বেড়াচ্ছে৷ তাই ল্যাম্বডা নিয়ে চুপ করে বসে থাকতে নারাজ বিজ্ঞানীরা৷ ইতিমধ্যেই শুরু হয়েছে খোজখবর৷ নতুন প্রজাতির নাড়ি নক্ষত্র জানতে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে৷ নতুন বিপদ হিসেবে ল্যাম্বডা প্রজাতিকে চিহ্নিত করতে হলে আরও পড়াশোনার প্রয়োজন রয়েছেন৷ তাই এখনও ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্টেই আটকে রয়েছে ল্যাম্বডা৷ ডেল্টার মতো ভ্যারিয়েন্ট অফ কনসার্নে আসতে হলে তাঁকে অপেক্ষা করতে হবে৷ যতদিন না পর্যন্ত প্রাণহানির কারণ হিসেবে নিজের পরিচয় তৈরি করতে পারছে৷