Lakhimpur Kheri Violence: লাখিমপুর খেরির ঘটনায় মৃত কৃষকদের পরিবারকে ৪৫ লক্ষের ক্ষতিপূরণ, ঘোষণা যোগী সরকারের
উত্তরপ্রদেশ পুলিশের এডিজি প্রশান্ত কুমার সোমবার জানান, লাখিমপুর খেরির ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে ৪৫ লক্ষ ও ১০ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সেই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরিও দেওয়া হবে৷
দিল্লি, ৪ অক্টোবর: লাখিম পুর খেরিতে (Lakhimpur Kheri) যে ৪ কৃষকের মৃত্যু হয়, তাঁদের পরিবারকে ৪৫ লক্ষ করে দেবে উত্তরপ্রদেশ সরকার৷ সেই সঙ্গে দেওয়া হবে সরকারি চাকরি৷ এমনই জানাল হয় যোগী প্রশাসনের তরফে৷ লাখিমপুর খেরির ঘটনায় যাঁরা আহত হন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ করে দেওয়া হবে বলেও জানানো হয় উত্তরপ্রদেশ সরকারের তরফে৷
উত্তরপ্রদেশ পুলিশের (UP Police)এডিজি প্রশান্ত কুমার সোমবার জানান, লাখিমপুর খেরির ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে ৪৫ লক্ষ ও ১০ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সেই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরিও দেওয়া হবে৷ তবে এই মুহূর্তে লাখিমপুর খেরিতে কোনও রাজনৈতিক দলের নেতৃত্বকে প্রবেশ করতে দেওয়া হবে না৷ লাখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও জানান প্রশান্ত কুমার৷ মৃত ও আহতদের সমর্থনে যদি কেউ আন্দোলন করতে চান, তাহলেও কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানান পুলিশ আধিকারিক৷
আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুর খেরিতে প্রবল উত্তেজনা, প্রিয়াঙ্কার পর গ্রেফতার অখিলেশ যাদব
রবিবার লাখিমপুর খেরিতে বিজেপির (BJP) পতাকা লাগানো গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয়৷ যার মধ্যে ৪ জন কৃষক৷ ওই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে৷ রবিবার লাখিমপুর খেরির ঘটনার পর সোমবার ভোরে সেখানে যাওয়ার উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী৷ কিন্তু লাখিমপুর খেরিতে প্রবেশের আগে হরগাঁওয়ের কাছে গ্রেফতার করা হয় কংগ্রেস নেত্রীকে৷
প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) পর সমাজবাদী পার্টির নেতা অখিলেশে যাদবকেও (Akhilesh Yadav)গ্রেফতার করে পুলিশ৷ লাখিমপুর খেরিতে যেতে দেওয়া হোক, এই দাবিতে নিজের বাড়ির সামনে প্রতিবাদ শুরু করেন অখিলেশ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ৷