Lakhimpur Kheri Violence: লাখিমপুর খেরিতে যেতে পারবেন রাহুল, প্রিয়াঙ্কা, অনুমতি যোগী সরকারের

বুধবার সকালে লাখিমপুর খেরিতে প্রবেশের অনুমতি চাইলে, বিরত করা হয় রাহুল গান্ধীকে৷ এরপরই সাংবাদিক সম্মেলনে কার্যত ক্ষোভ উগরে দেন রাহুল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউতে গেলেও কেন লাখিমপুরে গেলেন না, সে বিষয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ৷

Rahul Gandhi, Priyanka Gandhi (Photo Credit: File Photo)

লখনউ, ৬ অক্টোবর:  লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri ) প্রবেশের অনুমতি দেওয়া হল কংগ্রেস নেতৃত্বকে৷ বুধবার উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) সহ আরও ৩ কংগ্রেস (Congress) নেতাকে লাখিমপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে৷ উত্তরপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আজ ওই অনুমতি দেওয়া হয়৷

বুধবার সকালে লাখিমপুর খেরিতে প্রবেশের অনুমতি চাইলে, বিরত করা হয় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ৷ এরপরই সাংবাদিক সম্মেলনে কার্যত ক্ষোভ উগরে দেন রাহুল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউতে গেলেও কেন লাখিমপুরে গেলেন না, সে বিষয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: ''গাড়ির নীচে পিষে দেওয়া হচ্ছে কৃষকদের অথচ লখনউতে গিয়েও লাখিমপুর এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী'' 

অন্যদিকে সোমবার ভোরে লাখিমপুর খেরিতে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে৷ লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে সীতাপুর থানার অতিথি নিবাসে নিয়ে যাওয়য়া হয়৷ গৃহবন্দি থেকেই এরপর কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রিয়াঙ্কা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (PM Narendra Modi) নিশানা করে তোপ দাগতে শুরু করেন কংগ্রেস নেত্রী৷