Lakhimpur Kheri Violence: 'কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করুন', লাখিমপুরের নিরপেক্ষ তদন্তের দাবিতে অনড় প্রিয়াঙ্কা
গত সোমবার লাখিমপুর খেরি যাওয়ার পথে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে৷ লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে হরগাঁওতে তাঁর পথ আটকায় পুলিশ৷ এরপর সীতাপুর থানার অতিথি নিবাসে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে৷
দিল্লি, ৭ অক্টোবর: তিনি প্রতিবাদ, আন্দোলন বন্ধ করবেন না৷ মৃত এবং আহতদের পরিবার বিচার না পেলে, তিনি লড়াই চালিয়ে যাবেন৷ লাখিমপুর খেরি নিয়ে এমনই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং এই ঘটনায় যাতে নিরপেক্ষ তদন্ত হয়, সেই ব্যবস্থা সরকার করুক বলেও দাবি করেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷
গত সোমবার লাখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) যাওয়ার পথে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে৷ লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে হরগাঁওতে তাঁর পথ আটকায় পুলিশ৷ এরপর সীতাপুর থানার অতিথি নিবাসে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে৷ যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু করে কংগ্রেস৷
বুধবার রাহুল গান্ধী (Rahul Gandhi)এবং প্রিয়াঙ্কা গান্ধীকে লাখিমপুর খেরি যাওয়ার অনুমতি দেয় যোগী সরকার৷ এরপর সীতাপুরে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ সীতাপুর থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এরপর লাখিমপুর যান রাহুল৷ সেখানে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতৃত্ব৷