Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে দ্বিতীয় নোটিশ, গরহাজিরায় ব্যবস্থার ইঙ্গিত

লাখিমপুর খেরির ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য৷ তিনি বলেন, লাখিমপুর খেরিতে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে৷

UP Police (Photo Credit: Ani/Twitter)

লখনউ, ৮ অক্টোবর: লাখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) মামলায় থানায় হাজির হননি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র৷ শুক্রবার সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দেওয়া কথা ছিল আশিস মিশ্রর৷ পুলিশের (Police)  নোটিশ পাওয়া সত্ত্বেও থানায় আসেননি আশিস৷ যা নিয়ে জোর শোরগোল শুরু হলে, এবার অজয় মিশ্রর ভিটেবাড়িতে বাড়িতে দ্বিতীয় নোটিশ দিল উত্তরপ্রদেশ পুলিশ৷ ৯ অক্টোবর সকাল ১১টার আগে আশিস মিশ্রকে থানায় হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে৷

 

এদিকে লাখিমপুর খেরির ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন উত্তরপ্রদেশের (UP) উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য৷ তিনি বলেন, লাখিমপুর খেরিতে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে৷ অপরাধীরা কোনওভাবেই ছাড় পাবে না বলে জানান উপমুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: সমন পেয়েও থানায় গরহাজির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, লাখিমপুর নিয়ে চড়ছে উত্তেজনা

লখনউয়ের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেন, লাখিমপুর খেরির ঘটনায় অভিযুক্তদের ছাড়বে না উত্তরপ্রদেশ সরকার৷ অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন উত্তরপ্রদেশের আইনমন্ত্রী৷