Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনার প্রতিবাদে রেল রোকো, 'মহাপঞ্চায়েত' কৃষক সংগঠনের, চড়ছে পারদ
৩ অক্টোবর লাখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে ইস্তফা দিতে হবে৷ পাশাপাশি অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে৷ তাঁর বিরুদ্ধে এফআইআর সত্ত্বেও কীভাবে আশিস মিশ্র জেলের বাইরে থাকেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কৃষকরা৷
দিল্লি, ৯ অক্টোবর: লাখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri Violence) এবার বড় পদক্ষেপের পথে কৃষক (Farmers) সংগঠন৷ গত রবিবার লাখিমপুর খেরিতে যেভাবে ৮ জনের মৃত্যু হয় তার প্রতিবাদে ১৮ অক্টোবর পালন করা হবে রেল রোকো কর্মসূচি৷ ২৬ অক্টোবর লখনউতে 'মহাপঞ্চায়েত' গঠন করে অভিযুক্তদের শাস্তির দাবিতে কৃষকরা সরব হবেন বলে খবর৷
৩ অক্টোবর লাখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে ইস্তফা দিতে হবে৷ পাশাপাশি অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে৷ তাঁর বিরুদ্ধে এফআইআর সত্ত্বেও কীভাবে আশিস মিশ্র জেলের বাইরে থাকেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কৃষকরা৷
স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব বলেন, গোটা দেশের কৃষকরা ১২ অক্টোবর থেকে উত্তররপ্রদেশের লাখিমপুরে জড়ো হতে শুরু করবেন৷ ১৫ অক্টোবর দশেরা৷ ওইদিন কৃষকদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কুশপুতুল দাহ করা হবে বলে জানান ওই ব্যক্তি৷
পাশপাশি ৩ অক্টোবর যেভাবে ৮ জনের মৃত্যু হয়, তার প্রতিবাদে ১২ অক্টোবর মোমবাতি মিছিলেরও আয়োজন করা হচ্ছে বলে জানান যোগেন্দ্র যাদব৷ এরপর ১৮ অক্টোবর রেল রোকো কর্মসূচি পালন করা হবে৷ ২৬ অক্টোবর লখনউতে বসানো হবে মহাপঞ্চায়েত৷ সবকিছু মিলিয়ে ৩ অক্টোবরের ঘটনার বিরুদ্ধে ক্রমশ চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ৷