প্রতীকী ছবি (Photo Credits: File Image)

লখিমপুর খেরি, ১৬ অগাস্ট: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনা। গতকাল ১৩ বছরের ওই নাবালিকার দেহ মেলে একটি আখের ক্ষেতে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে জমিতে ফেলে পালিয়েছিল অভিযুক্তরা। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। যদিও তাদের নিরাশ হতে হয়। নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে আখের ক্ষেতে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পরিবারের লোকজন। মেয়েটির বাবার অভিযোগ, তাঁর মেয়ের চোখ দু’টি খুবলে নেওয়া হয়েছিল। জিভ কেটে নেওয়া হয়। তারপর গলায় ওড়নার ফাঁস আটকে মারা হয়। আরও পড়ুন: Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৩ হাজার ৪৮৯ জন

যদিও উত্তরপ্রদেশ পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছ, ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশে বক্তব্য, মেয়েটির চোখের তলায় আঁচড়ের দাগ ছিল, মনে হয় আখগাছের ধারাল পাতাতে আঁচড় লেগেছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Uttar Pradesh: প্রচণ্ড গরম মাথায় নিয়েই চলেছে চব্বিশের লোকসভা নির্বাচন, শেষ দফায় তাপপ্রবাহের জেরে ভোটের বলি ৩৩ ভোটকর্মী

Uttar Pradesh: গঙ্গাস্নান সেরে পুজো দেওয়ার জন্যে মন্দিরের বাইরে রয়েছে চেঞ্জিং রুম, সেখান থেকে মিলল লুকনো ক্যামেরা, উদ্ধার ৩২০টি ভিডিয়ো

Lok Sabha Elections 2024: সকাল ৯টা পর্যন্ত ভোট শতাংশের নিরিখে এগিয়ে বাংলা! পিছিয়ে ওড়িশা

Uttar Pradesh Shocker: হোটেলের ঘরে ২২ বছর বয়সী নার্সের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Uttar Pradesh: কাস্তে দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে গর্ভস্ত সন্তানের লিঙ্গ যাচাই, স্বামীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত

Weather Update: তাপপ্রবাহ উত্তর ভারত জুড়ে, ৪৭ ডিগ্রিতে পুড়ছে রাজধানী দিল্লি, জারি লাল সতর্কতা

UP Vote Viral Video: ইউপির বুথে ইভিএমে বারবার আটবার বিজেপির বোতাম টিপে ভোট, যোগী রাজ্যে ছাপ্পার ভিডিয়ো ভাইরাল

Kanpur Nurse Murder: নার্সকে খুন করে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার যোগী রাজ্যের পুলিশ কর্তা