Kuwait Fire: কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪০ জন ভারতীয়র, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মোদীর
বুধবার কাকভোরে কুয়েতের একটি বহুতলে আগুন লাগে। জানা গিয়েছে, ওই বহুতলের একটি রান্নাঘরে আগুন লাগে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৪৯ জনের। যার মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছেন।
নয়াদিল্লিঃ কুয়েতের (Kuwait) বহুতলে অগ্নিকাণ্ডের(Fire) ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হিয়েছে ৪৯ জনের। তার মধ্যে ৪০ জনই ভারতীয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ৫০ জন। জখমদের মধ্যেও রয়েছেন ৭ জন ভারতীয়। এই মর্মান্তিক ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এ বার মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এই ঘটনার পর নিজ বাসভবনে উচ্চ-পর্যায়ের একটি জরুরী বৈঠক ডাকেন তিনি। এই বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা,প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। এরপরই অগ্নিকাণ্ডে মৃত ভারতীয় নাগরিকদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
এই খবরটিও পড়ুনঃ কুয়েতে ভয়াবহ আগুনে দগ্ধ ৪০ ভারতীয়, পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, জানালেন মোদী, জয়শঙ্কর
বুধবার কাকভোরে কুয়েতের একটি বহুতলে আগুন লাগে। জানা গিয়েছে, ওই বহুতলের একটি রান্নাঘরে আগুন লাগে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৪৯ জনের। যার মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছেন। জানা গিয়েছে, কুয়েতের এই বহুতলটি নির্মাণ করে সেখানকার সবচেয়ে বড় নির্মাণকারী সংস্থা এনবিটিসি। এই বহুতলে মূলত পরিযায়ী শ্রমিকরা থাকতেন বলেউ খবর। প্রসঙ্গত, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।