Kuwait Fire: কুয়েতে জ্ব্যান্ত দগ্ধ ৪৫ ভারতীয়র দেহ ফিরল, চোখের জল বাধ মানল না স্বজনদের, শেষ শ্রদ্ধা কেন্দ্রীয় মন্ত্রীদের দেখুন ভিডিয়ো

কীর্তি বর্ধন জানান, কুয়েতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩১ জন কেরলের বাসিন্দা। বাকিরা কেরলের পার্শ্ববর্তী একাধিক দক্ষিণী রাজ্যের। প্রত্যেকের দেহ প্রথমে দিল্লিতে নেওয়া হয়। তারপর দিল্লি বিমানবন্দর থেকে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

Kuwait Fire Victims Body Reachesd India (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৪ জুন: কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে মৃত ভারতীয়দের দেহ ভারতে ফেরানো হয়েছে। কুয়েতের বহুতলে ঝলসে যে ৪৫জন ভারতীয়র মৃত্যু হয়, তাঁদের দেহ বায়ুসেনার C-130J বিমান দেশে মৃতদেহ ফেরৎ আনে। কেরলের কোচি বিমানবন্দরে আসে কফিন ভর্তি নিথর দেহগুলি।  কুয়েত থেকে মৃত ভারতীয়দের দেহ কোচি বিমানবন্দরে নামতেই সেখানে হাজির হন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। পাশাপাশি বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধনও শেষ শ্রদ্ধা জানান বিদেশের মাটিতে ঝলসে মৃত ভারতীয়দের উদ্দেশে। প্রসঙ্গত কুয়েতের ভয়াবহ ঘটনার পর কীর্তি বর্ধন সে দেশে পৌঁছে যান। সবদিক খতিয়ে দেখেন এবং ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে কাজ করে, নিথর দেহগুলি দেশে ফেরানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুন: Kuwait Building Fire: কোচি বিমানবন্দরে নামানো হচ্ছে কুয়েত অগ্নিকাণ্ডে মৃতদের নিথর দেহ

দেখুন ভিডিয়ো...

 

কীর্তি বর্ধন জানান, কুয়েতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩১ জন কেরলের বাসিন্দা। বাকিরা কেরলের পার্শ্ববর্তী একাধিক দক্ষিণী রাজ্যের। প্রত্যেকের দেহ প্রথমে দিল্লিতে নেওয়া হয়। তারপর দিল্লি বিমানবন্দর থেকে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

দেখুন ভিডিয়ো...

 

ওই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫টি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি নিজে আহতদের খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী। কুয়েতে আগুনের ঘটনায় আহতদের মধ্যে ৩ জন আইসিইউতে ভর্তি। বাকি ২ জনের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে বলেও জানান কীর্তি বর্ধন।