Kerala Landslide: একটানা বর্ষণ, ভূমিধ্বসে ভেসে গেল কেরলের সেতু, মৃত ৪, ওয়েনাড়ে নামল সেনা
ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে খবর। ওয়েনাড়ের পরিস্থিতি মোকাবিলায় যাতে সেনা একেবার গ্রাউন্ড জিরোতে নেমে কাজ করে, সে বিষয়ে আলোচনা হয়।
দিল্লি, ৩০ জুলাই: একটানা বর্ষণে কেরলে (Kerala Landslide) ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ে (Wayanad) যখন পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হচ্ছে, সেই সময় মালায়াংগাডু সেতু ভেসে যায় ভূমিধ্বসের জেরে। ভিলানগাড়ুর দিকের সেতু ভেঙে পড়ে। যার জেরে এক নিমেষে পরপর ৪ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে ১২টি পরিবারের ঘরবাড়ি সব তলিয়ে যায়। একজন নিখোঁজ বলেও জানা যায়। যে খবর নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় এখনও কোনও উদ্ধার কাজ শুরু হয়নি।
দেখুন ট্যুইট...
দেখুন কেরলের চমকে দেওয়া ভিডিয়ো...
এদিকে ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে খবর। ওয়েনাড়ের পরিস্থিতি মোকাবিলায় যাতে সেনা একেবার গ্রাউন্ড জিরোতে নেমে কাজ করে, সে বিষয়ে আলোচনা হয়। যার পরপরই ওয়েনাড়ে সেনা বাহিনীর জওয়ানরা মাঠে নেমে কাজ শুরু করেন।