Kerala: জঙ্গিদের 'হট স্পটে' পরিণত হয়েছে কেরল, অভিযোগ বিজেপির নাড্ডার
সেমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাI কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী রাজ্যে পরিবারতন্ত্র চালাচ্ছেনI মুখ্যমন্ত্রীর মেয়ে এবং জামাইও সরকারি কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেন নাড্ডাI
দিল্লি, ২৭ সেপ্টেম্বর: গোটা দেশ জুড়ে ধরপাকড় শুরু করেছে NIAI PFI সদস্যদের আটক করা হচ্ছে কেরল (Kerala) , দিল্লি, মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জায়গা থেকেI PFI সদস্যদের আটকের মাঝে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয়সভাপতি জে পি নাড্ডাI নাড্ডা বলেন, কেরল বর্তমানে জঙ্গিদের 'হট স্পটে' পরিণত হয়েছেI এ রাজ্যের মানুষের জীবন সুরক্ষিত নয় বলেও অভিযোগ করেন নাড্ডাI
সেমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাI কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী রাজ্যে পরিবারতন্ত্র চালাচ্ছেনI মুখ্যমন্ত্রীর মেয়ে এবং জামাইও সরকারি কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেন নাড্ডাI কেরল জুড়ে বর্তমানে পরিবারতন্ত্র চলছে বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন জে পি নাড্ডাI
আরও পড়ুন: PFI: মহারাষ্ট্রে NIA-এর জালে ৩০, দিল্লিতে পরপর PFI সদস্য আটকের পর জামিয়া নগরে জারি ১৪৪ ধারা
কোট্টায়ামে হাজির হয়ে নাড্ডা আরও বলেন, কেরেল যে বিরোধীরা রয়েছে, তারা আঞ্চলিক দলে পরিণত হয়েছেI বিরোধী দলগুলিও কেরলে পরিবার তন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতিI