Rahul Gandhi's Office Vandalised: কেরালার ওয়ানাদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিস ভাঙচুর, দেখুন ভিডিও

কেরালার ওয়ানাদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিস (Rahul Gandhi's office in Wayanad) ভাঙচুর (Vandalised)। যুব কংগ্রেস একটি টুইট বার্তায় অভিযোগ করেছে যে গুণ্ডারা এসএফআই (SFi)-র পতাকা ধরেছিল। তারা রাহুল গান্ধীর ওয়ানাড অফিসের পাঁচিল টপকে ঢোকে ও ভাঙচুর করে।

ওয়ানাদ, ২৪ জুন: কেরালার ওয়ানাদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিস (Rahul Gandhi's office in Wayanad) ভাঙচুর (Vandalised)। যুব কংগ্রেস একটি টুইট বার্তায় অভিযোগ করেছে যে গুণ্ডারা এসএফআই (SFi)-র পতাকা ধরেছিল। তারা রাহুল গান্ধীর ওয়ানাড অফিসের পাঁচিল টপকে ঢোকে ও ভাঙচুর করে।

কেরালার পাহাড়ি অঞ্চলে বনভূমির চারপাশে বাফার জোন তৈরির বিষয়ে রাহুল গান্ধী হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন। এরই প্রতিবাদে সিপিএমের ছাত্র সংগঠনটি প্রতিবাদ মিছিল করে। পুলিশ জানিয়েছে, এসএফআই-র প্রতিবাদ মিছিলে প্রায় একশো জন ছিলেন। তাঁরা আচমকা রাহুল গান্ধীর অফিসে ঢুকে পড়েন ও ভাঙচুর চালান। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে। রাহুল গান্ধীর অফিসে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন: Karnataka Shocker: নর্দমা থেকে উদ্ধার হল ৭টি মানব ভ্রুণ

দেখুন ভিডিও:

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেছেন, পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এটি সিপিএম নেতৃত্বের একটি সুস্পষ্ট ষড়যন্ত্র৷ গত ৫ দিন ধরে ইডি রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে। তার পরেও আমি জানি না কেন কেরালা সিপিএম নরেন্দ্র মোদীর মতো করে তাঁকে আক্রমণ করার পথে চলেছে৷ আমি মনে করি সীতারাম ইয়েচুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



@endif