Kartarpur Corridor: করতারপুর করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, শিখ অনুভূতিতে শ্রদ্ধা জানানোয় ইমরান খানকে জানালেন ধন্যবাদ

করতারপুর করিডরের (Kartarpur Corridor) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এছাড়া এই করিডর হয়ে দরবার সাহিব গুরুদ্বারের (Darbar Sahib Gurudwara) উদ্দেশ্যে ৫০০ শিখ তীর্থযাত্রীর রওনা হওয়ার সূচনা করেন তিনি। করতারপুর করিডরটি ভারতের দিকের পঞ্জাবের (Punjab) ডেরা বাবা নানক (Dera Baba Nanak) মাজারের সঙ্গে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নরওয়াল জেলায় অবস্থিত গুরুদ্বার দরবার সাহিবের সংযোগ স্থাপন করছে। গুরুদ্বার দরবার সাহিব আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই গুরু নানক তাঁর জীবনের শেষ ১৮ বছর অতিবাহিত করেছিলেন। করতারপুর করিডর উদ্বোধনের ফলে শিখ সম্প্রদায়ের সাত দশকের পুরোনো দাবি পূরণ হয়েছে। গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর কয়েক দিন আগে এই করিডরটি উদ্বোধন হল। এ বছর গুরু নানক জয়ন্তী ১২ নভেম্বর উদযাপিত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও আজ তাদের দিকের করিডরের উদ্বোধন করবেন। শনিবার নরেন্দ্র মোদি ডেরা বাবা নানকে ইন্ট্রিগ্রেটেড চেক পোস্টেরও উদ্বোধন করেন। করিডর উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সুলতানপুর লোধিতে বের সাহিব গুরুদ্বারে শ্রদ্ধা জানান।

করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি (Photo Credits: Twitter/ Captain Amarinder Singh)

গুরদাসপুর, ৯ নভেম্বর: করতারপুর করিডরের (Kartarpur Corridor) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এছাড়া এই করিডর হয়ে দরবার সাহিব গুরুদ্বারের (Darbar Sahib Gurudwara) উদ্দেশ্যে ৫০০ শিখ তীর্থযাত্রীর রওনা হওয়ার সূচনা করেন তিনি। করতারপুর করিডরটি ভারতের দিকের পঞ্জাবের (Punjab) ডেরা বাবা নানক (Dera Baba Nanak) মাজারের সঙ্গে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নরওয়াল জেলায় অবস্থিত গুরুদ্বার দরবার সাহিবের সংযোগ স্থাপন করছে। গুরুদ্বার দরবার সাহিব আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই গুরু নানক তাঁর জীবনের শেষ ১৮ বছর অতিবাহিত করেছিলেন। করতারপুর করিডর উদ্বোধনের ফলে শিখ সম্প্রদায়ের সাত দশকের পুরোনো দাবি পূরণ হয়েছে। গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর কয়েক দিন আগে এই করিডরটি উদ্বোধন হল। এ বছর গুরু নানক জয়ন্তী ১২ নভেম্বর উদযাপিত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও আজ তাদের দিকের করিডরের উদ্বোধন করবেন। শনিবার নরেন্দ্র মোদি ডেরা বাবা নানকে ইন্ট্রিগ্রেটেড চেক পোস্টেরও উদ্বোধন করেন। করিডর উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সুলতানপুর লোধিতে বের সাহিব গুরুদ্বারে শ্রদ্ধা জানান।

গুরদাসপুরেরর অনুষ্ঠানে মোদি ছাড়াও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, গুরুদাসপুরের ভারতীয় জনতা পার্টির (BJP) সাংসদ সানি দেওল, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং শিরোমণি আকালি দলের (SAD) সুখবীর সিং বাদল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, "আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিয়াজিকে ভারতীয় শিখদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ধন্যবাদ জানাতে চাই।" তিনি আরও যোগ করেন, "গুরু নানক দেব জি-র ৫৫০ তম জন্মবার্ষিকীর আগে করতারপুর করিডরের উদ্বোধন আমাদের মনে অপরিসীম খুশি এনেছে।" মানবজাতিকে অনুপ্রাণিত করার জন্য প্রথম শিখ গুরুর তিনি প্রশংসা করেন। মোদি বলেন, "গুরু নানক ঐক্য ও সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন।" আরও পড়ুন: Pakistan U-Turn On Kartarpur Corridor: ভারতীয় তীর্থযাত্রীদের পাসপোর্ট বাধ্যতামূলক, করতারপুর করিডর নিয়ে ইউ টার্ন পাকিস্তানের

করতারপুর করিডরে ৩০০ ফুট পোস্টে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। করিডর নিয়ে ভারত ও পাকিস্তান গত সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে গুরুদ্বার দরবার সাহিব যেখানে গুরু নানক তাঁর জীবনের শেষ ১৮ বছর অতিবাহিত করেছিলেন, সেখানে প্রতিদিন ৫ হাজার ভারতীয় তীর্থযাত্রী যেতে পারবেন। পাকিস্তান প্রতি তীর্থযাত্রী পিছু ২০ আমেরিকান ডলার সার্ভিস চার্জ নেবে।