Karnataka Hijab Row: কর্ণাটকে হিজাব পরে কলেজে এলেই পৃথক ক্লাসরুমে পাঠানো হচ্ছে পড়ুয়াদের
কলেজ পড়ুয়াদের মধ্যে যাতে কোনওভাবে ধর্মীয় ভেদাভেদ নিয়ে সংঘর্ষের মনোভাব তৈরি না হয়, সেই কারণে পৃথক পৃথক ক্লাসে বসানো হচ্ছে দুই ধর্মালম্বীদের। পড়ুয়াদের মধ্যে যাতে কোনওভাবে বিতর্ক দানা না বাঁধে, সেই কারণে তাঁদের পৃথক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেঙ্গালুরু, ৭ ফেব্রুয়ারি: হিজাব (Hijab) বনাম গেরুয়া উত্তরীয়র লড়াই চলছে কর্ণাটক (Karnataka) কলেজে। সরকারি নির্দেশ অমান্য করেই হিজাব এবং গেরুয়া উত্তরীয় পরে উদুপির পিইউ কলেজে হাজির হচ্ছেন বেশ কিছু পড়ুয়া। ধর্মীয় সংস্কার নিয়ে যাতে পড়ুয়াদের মধ্যে বিতর্ক দানা বাঁধতে না পারে, তারজন্য দক্ষিণের এই রাজ্যের অন্য একটি কলেজে হিজাব পরিহিতদের পৃথক ক্লাসে বসানো হচ্ছে।
কলেজ পড়ুয়াদের মধ্যে যাতে কোনওভাবে ধর্মীয় ভেদাভেদ নিয়ে সংঘর্ষের মনোভাব তৈরি না হয়, সেই কারণে পৃথক পৃথক ক্লাসে বসানো হচ্ছে দুই ধর্মালম্বীদের। পড়ুয়াদের মধ্যে যাতে কোনওভাবে বিতর্ক দানা না বাঁধে, সেই কারণে তাঁদের পৃথক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Shah Rukh Khan: লতাজির শেষ শ্রদ্ধায় শাহরুখ খানের 'থুতু'? জেনে নিন প্রকৃত সত্যি
এদিকে রামকৃষ্ণ কলেজের তরফে জানানো হয়, যে পড়ুয়ারা হিজাব ছেড়ে পড়াশোনা করতে আসবেন, তাঁরা শুধু প্রবেশের অনুমতি পাবেন। কর্ণাটকের ভরদ্বাজ এম শেট্টি কলেজে আজ যাঁরা হিজব পরে ক্লাস করতে যান, তাঁদের ততক্ষণাৎ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওই কলেজের ভাইস প্রিন্সিপাল ঊষা দেবী জানানা, প্রত্যেক পড়ুয়া যাতে হিজাব ছেড়ে কলেজে আসেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কর্ণাটকে হিজাব বনাম গেরুয়ার লড়াই ক্রমশ প্রকট হচ্ছে পড়ুয়াদের মধ্যে।