Hijab Row: কর্ণাটকে তুঙ্গে হিজাব বিতর্ক, কারা উসকানি দিচ্ছেন খুঁজে বের করতে হবে: কেন্দ্র
প্রহ্লাদ যোশী বলেন, গোটা রাজ্যে আইনকাুনুন মেনে যাতে সবাই চলেন, সেই প্রচেষ্টা করতে হবে। সেই সঙ্গে পড়ুয়াদের কারা উসকানি দিচ্ছেন, তাঁদের খুঁজে বের করতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
বেঙ্গালুরু, ৮ ফেব্রুয়ারি: স্কুল (School), কলেজের যে পোশাকবিধি রয়েছে, তা প্রত্যেককে মেনে চলতে হবে। প্রত্যেকটি স্কুল প্রশাসনের তরফে সেখানকার পড়ুয়াদের জন্য যে পোশাকবিধি নির্ধারণ করা হবে, সবাইকে তা মেনে চলতে হবে। হিজাব বিতর্কে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে প্রহ্লাদ যোশী বলেন, গোটা রাজ্যে আইনকাুনুন মেনে যাতে সবাই চলেন, সেই প্রচেষ্টা করতে হবে। সেই সঙ্গে পড়ুয়াদের কারা উসকানি দিচ্ছেন, তাঁদের খুঁজে বের করতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন: Hijab Row: ধর্ম নিরপেক্ষ সমাজ গড়তে সব ধরণের ধর্মীয় প্রতীক বর্জন করুন, হিজাব বিতর্কে তসলিমা
কর্ণাটকের উদুপি পিইউ কলেজে হিজাব (Hijab) বিতর্ক তুঙ্গে। কর্ণাটকের (Karnataka) ওই কলেজে হিজাব বনাম গেরুয়া উত্তরীয়র লড়াই শুরু হয়েছে। যার জেরে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্ক শুরু হলে, মুখ খোলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি। যা নিয়ে দক্ষিণের ওই রাজ্যে জোর শোরগোল শুরু হয়েছে। হিজাব বিতর্ক যাতে আর না ছড়ায়, তার জন্য আগামী ৩ দিন ধরে কর্ণাটকে সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার।