IPL Auction 2025 Live

Kalyan Singh Dies: বুলন্দশহরের নারোরা ঘাটে উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য আজ

সোমবার বিকেলে বুলন্দশহরের নারোরা ঘাটে উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের( Kalyan Singh Dies) শেষকৃত্য সম্পন্ন হবে৷

কল্যাণ সিংয়ের মরদেহ (photo Credits: ANI)

আলিগড়/ বুলন্দশহর, ২৩ আগস্ট: সোমবার বিকেলে বুলন্দশহরের নারোরা ঘাটে উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের( Kalyan Singh Dies) শেষকৃত্য সম্পন্ন হবে৷ আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম বলেছেন, “আতরাউলিতে কিছুক্ষণের জন্য কল্যাণ সিংয়ের মরদেহ রাখার পর সকাল ৯টার সময় স্টেডিয়াম থেকে শুরু হবে শেষকৃত্যের শোভাযাত্রা৷ বিকেল তিনটে নাগাদ দিবাইতে হবে শেষকৃত্য৷   সেখানে গিয়েই শোভাযাত্রা থামবে৷” প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বলেন, “তিনি সবসময় আতরাউলি বেশি পছন্দ করতেন৷ তবে আলিগড় যে তাঁর জন্মভূমি তা কিন্তু সবসময় মনে রেখেছেন৷ একই সঙ্গে বুলন্দশহর কল্যাণ সিংয়ের কর্মভূমি৷” আরও পড়ুন-Afghanistan Crisis: আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ১৪৬ জন ভারতীয়

দিবাইকে কর্মভূমি হিসেবে কল্যাণ সিং সর্বদা গুরুত্ব দিয়ে এসেছেন৷ কারণ একবার এই বুলন্দশহর লোকসভা থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন৷ একইভাবে দু’বার রাজ্যবিধানসভায় নির্বাচিত হয়েছেন দিবাই থেকে৷ দিবাইও গঙ্গা তীরবর্তী অঞ্চল৷ রবিবার সন্ধ্যায় লখনউ থেকে এয়ার অ্যাম্বুল্যান্স মারফৎ কল্যাণ সিংয়ের মরদেহ মহারানি অহিল্যাবাই হোলকার স্টেডিয়ামে নিয়ে আসা হয়৷ মরদেহের সঙ্গে আসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ হাজারও অনুরাগী শেষবারের জন্য প্রিয়নেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেছিল৷ তাদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি ও ‘বাবুজি অমর রহে’ স্লোগানে বাতাস ভারী হয়ে ওঠে৷ রাজনীতিতে যোগদানের আগে আতরাউলির একটি স্কুলে শিক্ষকতা করতেন প্রয়াত নেতা৷ ১৯৬৭ সালে প্রথম বিধায়ক নির্বাচিত হন৷ মোট ১১টি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে ১০টিতে জয়ী হয়েছেন৷

কল্যাণ সিংয়ের শেষকৃত্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন৷ অন্যদিকে দলীয় কর্মীদের দাবি, শেষকৃত্যে অন্তত ৫ লাখ জনতা যোগ দেবে৷ এই সময় বুলন্দশহরের মুখ্য ডেভেলপমেন্ট অফিসার অভিষেক পাণ্ডে বলেছেন, সৎকারের জন্য সেচদপ্তরের জমি পরিষ্কার করা হচ্ছে৷ সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে ৩ হাজার জনতার উপস্থিতির বন্দোবস্ত রয়েছে৷ লাগোয়া এলাকায় বিরাট জনসমাগমের জায়গা রয়েছে৷ শেষকৃত্যের আগে কল্যাণ সিংয়ের মরদেহকে গঙ্গায় স্নান করানো হবে৷ রবিবার আগেভাগে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর লখনউয়ের বাড়িতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷