Joshimath: 'ডুবছে' যোশীমঠ, উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির হন নীতিন গড়করি, আর কে সিং, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াতরা। যোশীমঠের পরিস্থিতি যখন জটিল, সেই সময় সেখানকার রাস্তা, বিদ্যুৎ, জল সবকিছু নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ।
যোশীমঠ, ১২ জানুয়ারি: যোশীমঠের (Joshimath) পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন অমিত শাহ (Amit Shah)। দেবভূমির ছোট্ট জনপদ যখন ডুবছে, সেই সময় উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির হন নীতিন গড়করি, আর কে সিং, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াতরা। যোশীমঠের পরিস্থিতি যখন জটিল, সেই সময় সেখানকার রাস্তা, বিদ্যুৎ, জল সবকিছু নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ। যোশীমঠে এই মুহূর্তে প্রায় ৭২০টি বাড়িতে ফাটল ধরেছে। ফলে ওই ৭২০টি বাড়ির পরিবারকে কীভাবে আর্থিকভাবে সাহায্য করা হবে, সে বিষয়ে আলোচনা হচ্ছে বৃহস্পতিবারের বৈঠকে। প্রসঙ্গত যোশীমঠের পাশাপাশি কর্ণপ্রয়াগ, তেহরির বেশি কিছু বাড়িতেও নতুন করে ফাটল ধরেছে। সবকিছু মিলিয়ে দেবভূমির অবস্থা নিয়ে চিন্তায় সরকার থেকে শুরু করে পরিবেশবিদরাও।
আরও পড়ুন: Uttarakhand: বিপন্ন দেবভূমিতে ক্ষতিগ্রস্থদের পর্যাপ্ত সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
যোশীমঠের বিভিন্ন বাড়িতে যখন ফাটল দেখা দেয়, সেই সময় এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের একাধিক দলকে সেখানে মোতায়েন করা হয়। তবে যোশীমঠের কোথাও এই মুহূর্তে কোনও ভাঙাচোরার কাজ করা হবে না। স্থানীয়দের সুরক্ষার কথা ভেবেই সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান গারওয়ালের আইজি।