IPL Auction 2025 Live

Shopian Encounter: শোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে খতম জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি

সোমবার শোপিয়ান জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি। প্রায় তিনদিন ধরে চলা সংঘর্ষের পর খতম এই জঙ্গি কমান্ডার। সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, জঙ্গি সংগঠনে যুব সম্প্রদায়কে নিয়োগ করার কাজে নিযুক্ত ছিল সাজ্জাদ।

সাজ্জাদ আফগানি (Photo Credits: ANI)

জম্মু, ১৫ মার্চ: সোমবার শোপিয়ান (Shopian) জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি (Sajjad Afghani)। প্রায় তিনদিন ধরে চলা সংঘর্ষের পর খতম এই জঙ্গি কমান্ডার। সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, জঙ্গি সংগঠনে যুব সম্প্রদায়কে নিয়োগ করার কাজে নিযুক্ত ছিল সাজ্জাদ।

শোপিয়ান হামলায় এই জঙ্গি গোষ্ঠীর থেকে একে-৪৭, ইউবিএল শেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এম-৪ কার্বাইনের মত অস্ত্র উদ্ধার হয়। সংঘর্ষে আরও দুই জঙ্গি নিকেশ হয়েছে বলেও জানা গেছে। জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানিকে খতম করার ঘটনায় সেনাবাহিনীর প্রশংসা করে আইজিপি কাশ্মীর। রবিবারই সংঘর্ষে প্রাণ হারায় শোপিয়ানের রাখ নাড়াপাড়ার জাহাঙ্গীর আহমেদ ওয়ানির ছেলে আব্দুল রহমান ওয়ানি। লস্কর-ই-তৈবার সঙ্গে তার যোগ ছিল বলে জানায় পুলিশ। আরও পড়ুন, তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি ও ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যপদ পেলেন যশবন্ত সিন্হা

গত শনিবার থেকেই জঙ্গিদের ঘিরে রেখেছিল নিরাপত্তারক্ষীরা। সংঘর্ষ চলছিল ক্রমাগত। সোমবার শুরু হয় গুলির লড়াই। তারপরই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাজ্জাদয়ের দেহ।