Jammu Kashmir Encounter: ফের অশান্ত কাশ্মীর, সেনার গুলিতে নিকেশ ১ জঙ্গি, আহত ১ জওয়ান
বিগত কিছুদিন ধরে বারে-বারে রক্তাক্ত হচ্ছে উপত্যকা। কখনও জঙ্গিদের গুলিতে প্রাণ দিচ্ছেন সেনারা। কখনও আবার সাফল্য পাচ্ছে ভারতীয় সেনা।
নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) ফের গুলির লড়াই। কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলায় সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি (Terrorist)। আহত এক জওয়ান (Jawan)। কুপওয়ারা জেলার কাউত, ট্রুমখান বনে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Army)। এরপরই দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে নিকেশ হয় এক জঙ্গি। ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর এক জওয়ান, এমনটাই খবর। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে বারে-বারে রক্তাক্ত হচ্ছে উপত্যকা। গতকাল, অর্থাৎ মঙ্গলবার, কাশ্মীরের ব্যাটল সেক্টরে শুরু হয় সেনা-জঙ্গি লড়াই। দু'পক্ষের লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন সেনাবাহিনীর এক জওয়ান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কাশ্মীরের বুকে এই ধরনের ঘটনা প্রায় রোজই ঘটছে বর্তমানে। কখনও জঙ্গিদের গুলিতে প্রাণ দিচ্ছেন সেনারা। কখনও আবার সাফল্য পাচ্ছে ভারতীয় সেনা। কবে শান্ত হবে কাশ্মীর? উদ্বেগে ভারতবাসী।
এই খবরটিও পড়ুনঃ কাশ্মীরে ফের গোলাবর্ষণ, জঙ্গিদের গুলিতে আহত ভারতীয় সেনা
দেখুন ভিডিয়ো