Jammu & Kashmir: ফের জঙ্গি হামলা কাশ্মীরে, সোপরে গুলির লড়াইয়ে নিহত ৪, আতঙ্ক

শনিবার সকালে জম্মু কাশ্মীরের সোপরে জঙ্গি হামলার জেরে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় ২ পুলিশ কর্মী প্রাণ হারান।

সেনা, জঙ্গি গুলির লডা়ইয়ে উত্তপ্ত কাশ্মীর

জম্মু, ১২ জুন: ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে (Jammu & Kashmir)। শনিবার সকালে জম্মু কাশ্মীরের সোপরে জঙ্গি হামলার জেরে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় ২ পুলিশ কর্মী প্রাণ হারান। ২ পুলিশ কর্মীর (Police) পাশাপাশি জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় বাসিন্দাদের ২ জন। এসবের পাশাপাশি সোপরের ওই ঘটনায় আরও ২ পুলিশ কর্মী আহত হন বলে খবর।

সোপরের যে এলাকায় জঙ্গি হামলা (Terrorist Attack) হয়, সেখানকার মানুষকে কীভাবে নিরাপদে রাখা যায়, তার জন্য ঘিরে ফেলা হয়েছে গোটা অঞ্চল। এমনই জানান কাশ্মীরের আইজি বিজয় কুমার।

আরও পড়ুন: Shilpa Shetty: ১২ বছর ধরে সহ্য করেছেন, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিল্পার স্বামী রাজ

গোটা অঞ্চল ঘিরে রেখেছে পুলিশ। সোপর টাউনে কীভাবে আচমকা জঙ্গি আক্রমণ হল, তার তথ্য অনুসন্ধন করছে পুলিশ। ওই ঘটনার পরপরই লস্কর-ই-তইবা হামলার দায় স্বীকার করে বলে খবর।